ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাদলেস চট্টগ্রাম ভুয়া কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির তীব্র প্রতিবাদ জ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:২২

বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)এর নাম ভাঙিয়ে পতিত শেখ হাসিনা এবং তাঁর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দালাল হিসাবে খ্যাত কুখ্যাত আওয়ামী লীগার জোবায়ের আহমেদ বাংলাদেশ দলিল  লেখক সমিতি’র নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জেলায় কথিত কমিটি করে লাখ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। জুলাই বিপ্লবের বিরুদ্ধবাদি এই দাতা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছাত্রলীগের সন্ত্রাসীদের লাখ লাখ টাকা খরচ দিয়ে ছাত্র-জনতা নিপীড়নে সহয়তা করতেন। জুলাই বিপ্লবের পর জনতার বিজয় হলে তিনি পালিয়ে যান। হঠাৎ আবার তাঁর উদয় হয় এবং প্রথমে গোপনভাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি’র নামে বিভিন্ন জেলায় আহবায়ক কমিটি বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে তাঁর চলার পথ সুগম করেন। এর মধ্যে তিনি এম জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও আকবর আলীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের এক কমিটি গঠন করেন। চট্টগ্রাম জেলা কথিত আহবায়ক কমিটি গঠন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি অধিকাংশ টাকা ভারতে থাকা তেজগাঁও এলাকার আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে তাঁর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পাঠিয়ে থাকেন বলে জানা যায়। অথচ মূল কমিটি ‘বাংলাদেশ দলিল লেখক সমিতি’ (বাদলেস)এর সহিত এদের কনো সম্পর্ক নেই। ১৯৫৩ সালে গঠিত- ‘বাংলাদেশ দলিল লেখক সমিতি’ (বাদলেস) তাদের তুখোড় সংগঠক আলহজ্ব শামসুল আরেফিন চেয়ারম্যান ও সর্বজনীন জনপ্রিয় সংগঠক আলহজ্ব এম এ রশিদ মহাসচিব’এর নেতৃত্বে সারা বাংলাদেশ জুড়ে জেলায় জেলায় গঠিত কমিটির মাধ্যমে তাদের সংগঠনের কার্যক্রম সাচ্ছন্দের সাথে চালিয়ে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতি শিথিল দেখে জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগার চিহ্নিত টাউট জোবায়ের আহমেদ আবার এসে ‘বাংলাদেশ দলিল  লেখক সমিতি’র নাম ভাঙিয়ে ও ‘বাংলাদেশ দলিল  লেখক সমিতি’র জনপ্রিয় নেতৃত্বের প্রতি কুৎসা রটিয়ে চলেছেন। এতে ‘বাংলাদেশ দলিল  লেখক সমিতি’বাদলেসের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে অনতিবিলম্বে শেখ হাসিনা একনিষ্ঠ কসাই ও জল্লাদখ্যাত সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চামচা আওয়ামী লীগার ও চিহ্নিত টাউট জোবায়ের আহমেদ’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। হাসিনার এই দালাল চিহ্নিত টাউট জোবায়ের আহমেদ নিজেকে মহাসচিব ঘোষণা করে মূলতঃ নিজের অপকর্ম ঢাকার অপচেষ্টা করছেন। এর আগে ‘বাংলাদেশ দলিল  লেখক সমিতি’ (বাদলেস) কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে বিগত ১৮ এপ্রিল ২০২৫ সালে মো. মাহবুবুল আলম’কে আহবায়ক ও মো. মামুনুর রশিদ’কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটির অনুমোদন দেন ‘বাংলাদেশ দলিল  লেখক সমিতি’ (বাদলেস) কেন্দ্রীয় কমিটি’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আরেফিন ও মহাসচিব  আলহাজ্ব এম এ রশিদ। এদিকে বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চামচা ও দালাল হিসাবে খ্যাত কুখ্যাত ও ভয়ংকর আওয়ামী লীগার চিহ্নিত টাউট জোবায়ের আহমেদ, বর্তমান কেন্দ্রীয় কমিটি’র নেতৃবৃন্দদের নিয়ে কটুক্তি ও আপত্তিকর কিছু মন্তব্য করায় ‘বাংলাদেশ দলিল  লেখক সমিতি’ (বাদলেস) কেন্দ্রীয় কমিটি’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আরেফিন ও মহাসচিব  আলহাজ্ব এম এ রশিদ তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে কুখ্যাত ও ভয়ংকর আওয়ামী লীগার চিহ্নিত টাউট জোবায়ের আহমেদকে অনতিবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে এনে জুলাই বিপ্লবের শহীদদের’কে হত্যার অনেক তথ্য উদঘাটন করা যেতে পারে। এদিকে জোবায়ের আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার দেখা মেলেনি এমনকি মোবাইল ফোন কলও তিনি রিসিভ করেননি। 

 

এমএসএম / এমএসএম

রাজউকের মোবাইল কোর্ট: ১০ লাখ টাকা জরিমানা, ১৩ মিটার জব্দ

ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

সফিপুরে ভুয়া ডাক্তারের প্রতারণা: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

বাদলেস চট্টগ্রাম ভুয়া কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির তীব্র প্রতিবাদ জ্ঞাপন

তানভীর আহমেদ রবিন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় এক যোগ্য উত্তরসূরি

চাঁদার দাবিতে কর্তৃপক্ষকে না পেয়ে শ্রমিকদেরকে মারধরের অভিযোগ

আকিজ রেডিমিক্স কনক্রিট শ্রমিকদের বেতন ও টিপ ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধন

২ দিনের রিমান্ডে ই- অরেঞ্জ' র সিইও আমান উল্লাহ চৌধুরী

উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে ড. নুর ও মাহবুব প্যানেলের নিরঙ্কুশ জয়

জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশেনের কমিটি গঠন নিয়ে সমালোচনা, বিলুপ্তির দাবি

দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার

গাজীপুরে ভূমিদস্যুর কবলে খাল, ছয় মাস পানিবন্দী হাজার পরিবার

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, প্রাণ গেল ৩ জনের