ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জনবল ও চিকিৎসক সংকটে ধুঁকছে ঘোড়াঘাট ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৫১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি শয্যা, জনবল ও চিকিৎসক সংকটে জর্জরিত হয়ে চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খাচ্ছে। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছর পর ২০২৩ সালের নভেম্বরে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও, বাস্তবে ৫০ শয্যার আধুনিক চিকিৎসা সেবা এখানে মিলছে না।

শনিবার (৫ জুলাই, ২০২৫) সরেজমিনে দেখা যায়, পুরো স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে চলছে। বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। চিকিৎসা নিতে আসা সোনারপাড়া গ্রামের মঈন উদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, "এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে পরিস্থিতি দেখছি, তাতে ইমারজেন্সি রোগী না নিয়ে আসাই ভালো। ঘণ্টার পর ঘণ্টা রোগীকে নিয়ে অপেক্ষা করে সময়মতো চিকিৎসা হচ্ছে না।" বহির্বিভাগের প্রায় সব রোগীর চোখে মুখেই হতাশার ছাপ স্পষ্ট। ৩১ শয্যার পুরাতন ভবনের নিচতলায় জরুরি বিভাগে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও দুর্ঘটনায় আহত রোগী এবং তাদের স্বজনদের ভিড় দেখা যায়। দায়িত্বরত একজন চিকিৎসক এবং অন্য স্টাফরা তাদের পর্যায়ক্রমে সেবা দিচ্ছেন। প্যাথলজি, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম রুমের সামনেও অনেক ভিড় লক্ষ্য করা গেছে। উপর তলায় শয্যা সংকটের কারণে অনেক রোগী মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। উপজেলার ১ লাখ ৩৫ হাজার ৮শ ৪৮ জন বৃহৎ জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন অপ্রতুল। অপারেশন থিয়েটার চলছে ভাড়া করে আনা এনেস্থেসিওলজিস্ট দিয়ে। এছাড়া, প্রধান সহকারী ও স্টোর কিপার না থাকায় স্টোর ও হিসাবের মতো গুরুত্বপূর্ণ দুটি শাখা স্বাস্থ্য সহকারীকে দিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জহুরুল আলমের দেওয়া তথ্যমতে, নবনির্মিত ভবনের কার্যক্রম চালু হলেও ৫০ শয্যার জনবল নিয়োগের অনুমোদন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আধুনিক চিকিৎসা সেবা মিলবে না। বাধ্য হয়ে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যার সেবা দিতে হচ্ছে। প্রতিদিন গড়ে স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ জন, আন্তঃবিভাগে ৫০ থেকে ৫৫ জন এবং ল্যাবে ২০ থেকে ৩০ জন রোগী সেবা নেন। তিনি জানান, নানা সংকটের কারণে বৃহৎ জনগোষ্ঠীকে সেবা দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে, ফলে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যার সেবা দেওয়াও দুষ্কর হয়ে পড়েছে। বর্তমানে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে শুধুমাত্র ৩১ শয্যার জন্যই আবাসিক মেডিকেল অফিসারসহ মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এছাড়াও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টোর কিপারের পদও শূন্য আছে। বাধ্য হয়ে স্বাস্থ্য সহকারীকে দিয়ে গুরুত্বপূর্ণ এই দুই বিভাগের কাজ চালানো হচ্ছে। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ধরনের মালামাল রাখার জন্য কোনো স্টোর রুমের ব্যবস্থাও নেই। তিনি আরও জানান, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ৩১ শয্যার জন্যই ১৫ জন ডাক্তার প্রয়োজন, সেখানে একজন জুনিয়র কনসালট্যান্ট (গাইনী) এবং দুইজন মেডিকেল অফিসারকে দিয়েই চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। সব মিলিয়ে শুধুমাত্র ৩১ শয্যার জন্যই মোট ১২২ জন জনবল থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৭৪ জন, বাকি ৪৮টি পদ শূন্য রয়েছে। এছাড়া, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকনোলজিস্ট, জুনিয়র মেকানিক, অ্যাম্বুলেন্স ড্রাইভার, ৩ জন ওয়ার্ড বয়, ২ জন আয়া, ২ জন বাবুর্চি থাকার কথা থাকলেও সবগুলো পদ শূন্য। তাছাড়া ৩ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৬ জন স্বাস্থ্য সহকারী, ৪ জন পরিচ্ছন্ন কর্মী এবং একজন নিরাপত্তা কর্মীর পদও শূন্য রয়েছে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান বলেন, "জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। জনবল সংকট দ্রুত নিরসন করতে না পারলে একেবারেই মুখ থুবড়ে পড়বে চিকিৎসা সেবা। যাতে এই উপজেলার বৃহৎ জনগোষ্ঠী আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি রাখব না।" তিনি আরও জানান, ৩১ শয্যার জনবল সংকট এবং ৫০ শয্যার জনবল নিয়োগ—এই দুই বিষয়েই লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, এমন প্রশ্নে তিনি জানান, "এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো জানবেন।"

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা