টাঙ্গাইল সদরে সংযোগ সড়কবিহীন ব্রিজ: লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ, দায় কার?
টাঙ্গাইলে লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে। টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী বাজারের পূর্ব পাশে লাউজানা এলাকায় লৌহজং নদীর উপর সংযোগ সড়ক ছাড়া একটি ব্রিজ নির্মিত হয়েছে। যে ব্রিজটি প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে ২০২৩- ২০২৪ অর্থ বছরে প্রত্যুস বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছেন। স্থানীয়রা জানান বহুদিন ধরে এই এলাকায় একটি ব্রিজের প্রয়োজন ছিল। সেই কাঙ্খিত ব্রিজটি নির্মিত হয়েছে। কিন্তু নির্মিত হওয়ার পরেও আমাদের যেন ভোগান্তি শেষ হলো না। সরকার এত টাকা ব্যয় আমাদের পারাপারের সুযোগ করে দিয়েছে। অথচ ঠিকাদারদের গাফলাতির কারণে আজকে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ব্রিজের উপর দিয়ে বাইমাইল, কাগমারা, চর কাগমারা, বাসাখানপুর, চিলাবাড়ী, লাউজানা, ধরেবাড়ি, যুগ্নিসহ প্রায় ৩০ টি গ্রামের লক্ষাধিক মানুষের প্রতিদিন যাতায়াত। এদিকে বর্ষা আসার আগেই এই ব্রিজের সংযোগ ঠিক না হলে ভোগান্তি যেন আরো বেড়ে যাবে। স্থানীয় আব্দুর রহিম জানান ব্রিজ নির্মাণের কাজ অনেক আগে শেষ হয়েছে। ব্রিজের দুই প্রান্তে সংযোগ সড়ক তৈরি না করেই ঠিকাদার লাপাত্তা হয়েছে। এতে এই ব্রিজ দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এছাড়া নদীর দুই প্রান্তের ব্রিজের ঢালে বসবাসরত মানুষ পায়ে হেঁটে ও চলতে পারে না। এদের বাড়িতে আসতে হলে অনেক জায়গা ঘুরে আসতে হয়। তারা আরো জানান এলজিইডির কর্তৃপক্ষকে এই কাজে দায়ী মনে করছে। তারা ইচ্ছে করলে ঠিকাদারকে দিয়ে এই সংযোগ সড়ক তৈরি করে দিতে পারেন। সংযোগ সড়ক না থাকায় আমাদের জন্য চরম ভোগান্তি। তিনি আরো বলেন এত টাকা খরচ করে ব্রিজ করতে পারে। অথচ ব্রিজের ঢালে কিছু মাটি ফেলে চলাচলের জন্য উপযোগী করে দিতে পারবে না। এটা তাদের গাফিলতি ছাড়া আর কিছুই নয়। এলাকার ভুক্তভোগীরা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ, দ্রুত ব্রিজের দুই প্রান্তে সংযোগ সড়ক তৈরি করে চলাচলের জন্য উপযোগী করে দিবেন।
ওই এলাকার বাসিন্দা, আবুল কাশেম বলেন নদীর ওপারে মসজিদ। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমি। তিনি বলেন দশ বারোটা মাটির বস্তা ফেলেছি ব্রিজের ঢালে। যাতে করে সহজেই ব্রিজ দিয়ে সে মসজিদে যেতে পারে। তিনি আরো বলেন নদীর দুই প্রান্তে বড় বড় দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং দুইটি হাট-বাজার রয়েছে। ব্রিজে সংযোগ সড়ক হলে খুব সহজেই এ সমস্ত প্রতিষ্ঠানে চলাচলকারীদের জন্য খুব সহজ হবে। তাই সরকারের কাছে দাবি করছে দ্রুত ব্রিজের সড়ক করে দেওয়ার জন্য। ছাত্রী লিমা বলেন, আমাদের বাড়ি থেকে বের হলেই ব্রিজ। সেই ব্রিজ দিয়েই নদীর ওপারে যাওয়ার একমাত্র মাধ্যম। অন্যথায় প্রায় ৫কিলো ঘুরে বাড়িতে আসতে হবে। তিনি বলেন আমি ধরেবাড়ি স্কুলে পড়ালেখা করি। সেই স্কুলে যেতে আমাদের প্রায় ৫কিলো রাস্তা ঘুরে যেতে হয়। অথচ ব্রিজ পার হলেই আমাদের স্কুল। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রত্যুষ বিল্ডার্স প্রসেনজিৎ ধর বলছেন, ব্রিজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা কাজ করে সম্পূর্ণ করেছি। সে হিসেবে ব্রিজের বিল তুলে নিয়েছি। ব্রিজের দুই প্রান্তে সংযোগ সড়ক উল্লেখ ছিল না ওয়ার্ক অর্ডারে। এ বিষয় সদর উপজেলার এলজিডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন জানান, ব্রিজটি উপজেলা পরিষদ থেকে করা হয়েছে। যার ফলে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ব্রিজে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। তবে বরাদ্দর চাহিদা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত বরাদ্দ পেয়ে যাব। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হয়েছে। নতুন অর্থবছরে শুরুতে এটির কাজ ধরা হবে। এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, ব্রিজেটির সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি। অবগত হওয়ার পরই উপজেলা নির্বাহী প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে একটা প্রতিবেদন দিতে বলেছি। এছাড়াও তিনি আরো বলেন, মানুষের ভোগান্তি লাঘবের জন্য খুব দ্রুতই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান
সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ
ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন
‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান
রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা
মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে
দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা
পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা
মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প
Link Copied