দুমকীতে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে: "রাস্তা নয় যেন চাষের জমি"
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল ভায়া তালুকদার বাজার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দুই কিলোমিটার মাটির রাস্তাটি তিন যুগ ধরে মেরামত, সংস্কার বা পাকাকরণের অভাবে ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই কাঁচা রাস্তাটি পাকাকরণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হলেও যুগের পর যুগ ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এটি পাকা করা হয়নি।
এই রাস্তাটি দিয়ে শ্রীরামপুর, লেবুখালী, মুরাদিয়া ও মৌকরণ—এই চার ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগ সহজ হয়। উপজেলা শহর দুমকীতে দৈনন্দিন কাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের যাতায়াতের এটি সহজতম পথ। এছাড়াও দুমকী মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে তালুকদার বাজার হয়ে পটুয়াখালী যাতায়াতের বিকল্প হিসেবেও এই রাস্তা ব্যবহার করা হয়। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে পানি জমে কাদায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে এই রাস্তাটি দিয়ে ইট-বালু বোঝাই অবৈধ মাহেন্দ্রা ও ট্রলি জামলা, দুমকি, মুরাদিয়া ও মৌকরণ ইউনিয়নসহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করায় রাস্তাটি আরও নাজুক হয়ে পড়েছে।
বর্তমানে তালুকদার বাজার ও কলবাড়ি বাজারের ব্যবসায়ীদের দুমকি ও পটুয়াখালী থেকে মালামাল পরিবহন, বিভিন্ন কোম্পানির পণ্যের যানবাহন, মোটরসাইকেল, অটো ও রিকশার যাতায়াত বন্ধ হয়ে গেছে। এই এলাকার অসুস্থ ও মুমূর্ষু রোগীদের বিকল্প পথে দুমকি, পটুয়াখালী যাতায়াতে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এছাড়াও এই কর্দমাক্ত রাস্তা দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি দাখিল, ফাজিল ও কামিল মাদ্রাসা, তিনটি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা নিয়মিত যাতায়াত করেন।
এবিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোশারেফ হাওলাদার জানান, তিনি নিয়মিত এই রাস্তা দিয়ে কর্মস্থলে যাতায়াত করেন এবং বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী। বিগত দিনে রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে ধর্না দিয়েও কোনো কাজ হয়নি। পার্শ্ববর্তী দক্ষিণ মুরাদিয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাও. রুহুল আমিন বলেন, "রাস্তাটির বেহাল দশার কারণে শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।"
লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম শাহিন খান বলেন, "দীর্ঘ তিন যুগেও রাস্তাটির মাটির মেরামত কাজ ও পাকাকরণ হয়নি। বর্তমানে রাস্তাটিতে পানি জমে কাদা হয়ে গেছে এবং খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিদ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।"
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, চলতি অর্থ বছরে উন্নয়ন ফান্ডে টাকা বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন