ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে সড়ক ও চত্বরের নামকরণ করল ডিএসসিসি


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১২:৩৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ নিহত দুই কিশোর শহীদের স্মরণে একটি চত্বর ও একটি সড়কের নামকরণ করেছে। আজ সোমবার এই নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।

ডিএসসিসির অঞ্চল-৫ এর ধূপখোলা মাঠ সংলগ্ন চত্বরটির নামকরণ করা হয়েছে শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে। অপরদিকে, দ্বীননাথ সেন সড়কের একটি অংশের নামকরণ করা হয়েছে শহীদ শাহারিয়ার খান আনাসের নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় ১৪ বছর বয়সী মেহেদী হাসান জুনায়েদ এবং ১৫ বছর বয়সী শাহারিয়ার খান আনাস রাজধানীর চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জুনায়েদ ছাত্রদের জন্য পানি নিয়ে আন্দোলনে যোগ দিতে গিয়ে প্রাণ হারান। আনাস মৃত্যুর কিছুক্ষণ আগে তাঁর মাকে লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "এই শহীদরা শুধু স্মৃতির অংশ নয়, তাঁরা একটি নতুন বাংলাদেশের প্রেরণা। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে যেন আর কোনো শিশু প্রাণ না হারায়, সে জন্য কাঠামোগত সংস্কার জরুরি।" মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "এই শিশুদের মন ও স্পষ্ট বিবেক ছিল বলেই তারা অন্যায়ের প্রতিবাদ করেছিল। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।" আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, "চানখাঁরপুল হত্যাকাণ্ডের চার্জশিট ১৪ জুলাই গঠনের পর ৫ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।" ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, "আনাস ও জুনায়েদ শুধু দুটি নাম নয়, এটি একটি চেতনা। জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় আদর্শে রূপ দিতে হবে।" স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই আন্দোলনের শহীদদের নামে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদ আনাসের পিতা শাহারিয়ার খান পলাশ এবং মা সানজিদা খান অনুষ্ঠানে বক্তব্য দেন। সানজিদা খান বলেন, "আমার সন্তানের রক্ত যেন উদ্দেশ্যহীন না হয়। বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্য প্রয়োজন।" তিনি ‘জুলাই সনদ’কে শহীদ পরিবারের একমাত্র দাবি হিসেবে উল্লেখ করেন। শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হাসানও এ সময় উপস্থিত ছিলেন এবং তাঁর সন্তানের আত্মত্যাগের মূল্যায়ন চেয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে শহীদদের নামে একটি কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল