ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে সড়ক ও চত্বরের নামকরণ করল ডিএসসিসি


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১২:৩৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ নিহত দুই কিশোর শহীদের স্মরণে একটি চত্বর ও একটি সড়কের নামকরণ করেছে। আজ সোমবার এই নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।

ডিএসসিসির অঞ্চল-৫ এর ধূপখোলা মাঠ সংলগ্ন চত্বরটির নামকরণ করা হয়েছে শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে। অপরদিকে, দ্বীননাথ সেন সড়কের একটি অংশের নামকরণ করা হয়েছে শহীদ শাহারিয়ার খান আনাসের নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় ১৪ বছর বয়সী মেহেদী হাসান জুনায়েদ এবং ১৫ বছর বয়সী শাহারিয়ার খান আনাস রাজধানীর চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জুনায়েদ ছাত্রদের জন্য পানি নিয়ে আন্দোলনে যোগ দিতে গিয়ে প্রাণ হারান। আনাস মৃত্যুর কিছুক্ষণ আগে তাঁর মাকে লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "এই শহীদরা শুধু স্মৃতির অংশ নয়, তাঁরা একটি নতুন বাংলাদেশের প্রেরণা। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে যেন আর কোনো শিশু প্রাণ না হারায়, সে জন্য কাঠামোগত সংস্কার জরুরি।" মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "এই শিশুদের মন ও স্পষ্ট বিবেক ছিল বলেই তারা অন্যায়ের প্রতিবাদ করেছিল। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।" আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, "চানখাঁরপুল হত্যাকাণ্ডের চার্জশিট ১৪ জুলাই গঠনের পর ৫ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।" ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, "আনাস ও জুনায়েদ শুধু দুটি নাম নয়, এটি একটি চেতনা। জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় আদর্শে রূপ দিতে হবে।" স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই আন্দোলনের শহীদদের নামে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদ আনাসের পিতা শাহারিয়ার খান পলাশ এবং মা সানজিদা খান অনুষ্ঠানে বক্তব্য দেন। সানজিদা খান বলেন, "আমার সন্তানের রক্ত যেন উদ্দেশ্যহীন না হয়। বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্য প্রয়োজন।" তিনি ‘জুলাই সনদ’কে শহীদ পরিবারের একমাত্র দাবি হিসেবে উল্লেখ করেন। শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হাসানও এ সময় উপস্থিত ছিলেন এবং তাঁর সন্তানের আত্মত্যাগের মূল্যায়ন চেয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে শহীদদের নামে একটি কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ