ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চৌদ্দগ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা: ৫ হাজার মানুষের মুখে হাসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২৫ রাত ৯:৫৩

সেবার মহাযজ্ঞে আলোকিত চৌদ্দগ্রাম উপজেলা। অর্ধশত শিশুর খৎনা ও ৪০ জনের বিনামূল্যে ছানি অপারেশনের ঘোষণা নিয়ে স্থানীয়দের প্রশংসায় ভাসছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা ও পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী একটি অনন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি-এর আর্থিক সহযোগিতায় এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। পাশাপাশি, ৫০ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশেষ চিকিৎসাসেবা ও পরীক্ষার ব্যবস্থা:
এই ক্যাম্পে শুধু সাধারণ চিকিৎসাই নয়, নানা ধরনের ডায়াগনস্টিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে—৪০০-এর বেশি রোগীর আল্ট্রাসোনোগ্রাফি, ৮০০-এর বেশি রোগীর ইসিজি, ডায়াবেটিস, রক্ত ও ইউরিন টেস্ট সম্পন্ন হয়েছে। এছাড়াও, ভার্ড কামাল চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং ৪০ জন ছানি রোগীকে আগামী বুধবার বিনামূল্যে অপারেশন করা হবে।

গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও সহযোগিতা:
চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ড. সালা উদ্দিন আফসার (নবীনগর সরকারি কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান), সৈয়দ একরামুল হক হারুন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), ওবায়দুল হক মজুমদার (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার), মাস্টার মোঃ ইয়াছিন (পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি), এবং জামাল হোসেন শামীম (মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির বাংলাদেশ প্রতিনিধি)। এছাড়াও স্থানীয় শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা এই কার্যক্রমকে সফল করতে অগ্রণী ভূমিকা রাখেন।

সারা দেশের জন্য অনুকরণীয় উদ্যোগ:
এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু চৌদ্দগ্রামবাসীর জন্যই নয়, সারা দেশের জন্য একটি অনুকরণীয় মডেল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার এই মহৎ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। "সেবাই ধর্ম, সেবাই মানবতা"—এই ধারণাকে সামনে রেখে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি ও ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন