দুমকিতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে ধানখেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। অবিরাম ভারী বৃষ্টিপাতে রাস্তা-ঘাট, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষেতখামার পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
গত শনিবার থেকে অবিরাম ভারী বর্ষণের সাথে পায়রা-লোহালিয়া ও মুরাদিয়া নদীর জোয়ারের পানি যোগ হয়ে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা, আঠারগাছিয়া, পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া, শ্রীরামপুর ইউনিয়নের চড়বয়েড়া, রাজাখালী, উত্তর শ্রীরামপুর, জামলা ও দক্ষিণ শ্রীরামপুর সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চলে হাঁটু থেকে কোমর সমান পানি জমে রয়েছে। বহু বাড়ির উঠান, মাছের ঘের ও বাগানে পানি ঢুকে পড়ায় রান্না-বান্না, চলাচল, গবাদিপশু এবং রোগীদের যাতায়াতে বিপর্যয় নেমে এসেছে।
কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষা ও পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে পানি ঢুকে স্টাফ কোয়ার্টার, ডাকবাংলো, ডাকঘর, খেলার মাঠ ও রাস্তা তলিয়ে গেছে। পায়রা, পাতাবুনিয়া ও মুরাদিয়া নদীর তীরবর্তী ওয়াপদা বেড়িবাঁধের বাইরের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। ৫-৬ ফুট উচ্চতার পানিতে ওইসব এলাকার শত শত পরিবার ও গবাদি পশু পানিবন্দি হয়ে রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টির পানিতে আমন বীজতলা ও সবজি ক্ষেত ডুবে গিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। যাতায়াতে ভোগান্তির পাশাপাশি ছোটখাটো রোগবালাইও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার প্রাণকেন্দ্রের পীরতলা খালটি খননের অভাবে এবং রাজনৈতিক প্রভাবে খালের জায়গা দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে মৃতপ্রায় হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হয় বলে তারা অভিযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাত ও নিম্নচাপের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে সতর্কতার অংশ হিসেবে কাঁচা ঘরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
