এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৬৮.৫৭ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এবছর সিলেট শিক্ষাবোর্ডে এসএসসিতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এ বছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ। তবে গতবছর সিলেটে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১জন শিক্ষার্থী।
পাশের হার ও জিপিএ-৫ কমা প্রসঙ্গে সিলেটে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গতবছর জুলাই অভ্যুত্থানের কারনে নিয়মিত ক্লাস না করেত পারায় সারাদেশেই ফলাফলে প্রভাব পড়েছে। শিক্ষার্থীরাও ভালো প্রস্তুতি নিতে পারেনি। তবে সার্বিক ফলাফলে সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, এবছর গণিত ও ইংরেজিতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া মানবিকের বেশি শিক্ষার্থী ফেল করায় কমেছে পাসের হার। তিনি জানান, দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিত ও ইংরেজি বিষয়ে মান সম্পন্ন শিক্ষক না থাকায়ও সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে। সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগমও মনে করেন এবারের ফলাফলে জুলাই আন্দোলনের প্রভাব পড়েছে। তিনি বলেন, গত বছরের জুলাই ও আগস্টে শিক্ষার্থীরা আন্দোলনে ব্যস্ত ছিলো। তাই পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে পারেনি।
গত বছরের জুলাই সরকারী চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। ক্রমেই যা পুরো দেশে ছড়িয়ে পড়ে। যা পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনের ফলেই ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোর্ড চেয়ারম্যান ও শিক্ষকরা জুলাই আন্দোলনের কারণে পাশের হার কমেছে জানালেও একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এবার এসএসসিতে শেষ সময়ে ক্যারিকুলাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাংলা ও ইংরেজি পরীক্ষরে প্রশ্ন অনেক কঠিন হয়েছে। এর প্রভাব পড়েছে ফলাফলে। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সিলেটে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী। বোর্ডের অধীনে চার জেলার ৯৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৭ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই। বিভাগ ভিত্তিক ফলাফলে জানা যায়, বিজ্ঞান বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)