এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৬৮.৫৭ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এবছর সিলেট শিক্ষাবোর্ডে এসএসসিতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এ বছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ। তবে গতবছর সিলেটে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১জন শিক্ষার্থী।
পাশের হার ও জিপিএ-৫ কমা প্রসঙ্গে সিলেটে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গতবছর জুলাই অভ্যুত্থানের কারনে নিয়মিত ক্লাস না করেত পারায় সারাদেশেই ফলাফলে প্রভাব পড়েছে। শিক্ষার্থীরাও ভালো প্রস্তুতি নিতে পারেনি। তবে সার্বিক ফলাফলে সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, এবছর গণিত ও ইংরেজিতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া মানবিকের বেশি শিক্ষার্থী ফেল করায় কমেছে পাসের হার। তিনি জানান, দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিত ও ইংরেজি বিষয়ে মান সম্পন্ন শিক্ষক না থাকায়ও সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে। সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগমও মনে করেন এবারের ফলাফলে জুলাই আন্দোলনের প্রভাব পড়েছে। তিনি বলেন, গত বছরের জুলাই ও আগস্টে শিক্ষার্থীরা আন্দোলনে ব্যস্ত ছিলো। তাই পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে পারেনি।
গত বছরের জুলাই সরকারী চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। ক্রমেই যা পুরো দেশে ছড়িয়ে পড়ে। যা পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনের ফলেই ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোর্ড চেয়ারম্যান ও শিক্ষকরা জুলাই আন্দোলনের কারণে পাশের হার কমেছে জানালেও একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এবার এসএসসিতে শেষ সময়ে ক্যারিকুলাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাংলা ও ইংরেজি পরীক্ষরে প্রশ্ন অনেক কঠিন হয়েছে। এর প্রভাব পড়েছে ফলাফলে। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সিলেটে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী। বোর্ডের অধীনে চার জেলার ৯৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৭ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই। বিভাগ ভিত্তিক ফলাফলে জানা যায়, বিজ্ঞান বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
