ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে প্রায় ২ যুগ পর আদালতের নির্দেশে এসডিএস-এর টাকা ফেরত পেলেন গ্রাহকরা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-৭-২০২৫ রাত ৮:৪৫

দীর্ঘ প্রায় ২৫ বছর পর আদালতের নির্দেশে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস)-এর ভুক্তভোগী গ্রাহকরা তাদের জমানো টাকা ফেরত পেয়েছেন। গতকাল (১০ জুলাই, বৃহস্পতিবার ২০২৫) বিকালে টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে তিন শতাধিক গ্রাহকের মধ্যে সঞ্চয় বইয়ের জমানো টাকা ফেরত দেওয়া হয়।

নব্বইয়ের দশকের শুরুতে দুর্দান্ত প্রতাপশালী সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) মাকড়সার জালের মতো দ্রুত ছড়িয়ে পড়েছিল। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তারা গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। তাদের প্রলোভনের কঠিন চক্করে পড়ে গ্রাম ও শহরের অসংখ্য মানুষ। ২০০০ সাল থেকে এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে যায় সংস্থাটি। এর ফলে গ্রাহকরা চরম বিপাকে পড়েন। গ্রাহকদের টাকা ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করা হয়। এছাড়াও গ্রাহকরা পাওনা টাকার জন্য টাঙ্গাইল জজ কোর্টের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে আদালত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেয়। প্রায় দুই যুগ পরে টাকা পেয়ে খুশি হয়েছেন উপস্থিত গ্রাহকরা।

প্রায় ২৫ বছর আগে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিংয়ের চাকরি করতেন মনোয়ারা বেগম। সে সময় তিনি বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদে (এসডিএস) ২৫ হাজার টাকা জমিয়েছিলেন। এরপর এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে গেলে তিনি এই টাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুই যুগেরও বেশি সময় পর টাকা পেয়ে খুশি তিনি। মনোয়ারা বেগম বলেন, "এই কষ্টের টাকা ফেরত পাবো তা কল্পনাও করিনি। দীর্ঘদিন পর টাকাগুলো পেয়ে খুব ভালো লাগছে।"

শুধু মনোয়ারা বেগম নন, তার মতো তিন শতাধিক গ্রাহককে প্রায় এক কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমিতে নাজমুল এগ্রো ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্মের উদ্যোগে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়েছে। ঈদের আগেও অর্ধশতাধিক গ্রাহকের মাঝে ৩০ লক্ষাধিক টাকা ফেরত দেওয়া হয়।

টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) ইয়াসির আরাফাত, সরকারি কৌশলী (পিপি) শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা সহ সংশ্লিষ্টরা।

টাকা ফেরত পাওয়া মো. ওবায়দুল্লাহ বলেন, "৫০ হাজার টাকা খুব কষ্ট করে জমিয়েছিলাম। টাকাগুলো ফেরত পেয়ে খুবই উপকার হলো। টাকা দিয়ে মেয়ের পড়াশোনার কাজে ব্যয় করতে পারবো।"

এসডিএস গ্রাহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাম চাকলাদার বলেন, "গ্রাহকের টাকা ফেরত দিতে আমরা দীর্ঘদিন আইনি লড়াই করেছি। যাদের ডকুমেন্ট আছে, তাদেরই টাকা ফেরত দেওয়া হচ্ছে।"

এসডিএস-এর ব্যবস্থাপনা পরিচালক ও নাজমুল এগ্রো ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী নাজমুল হুদা বলেন, "গ্রাহকদের টাকা ফেরত দিতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যাদের কাছে ডকুমেন্ট আছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরই নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে