টাঙ্গাইলে প্রায় ২ যুগ পর আদালতের নির্দেশে এসডিএস-এর টাকা ফেরত পেলেন গ্রাহকরা
দীর্ঘ প্রায় ২৫ বছর পর আদালতের নির্দেশে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস)-এর ভুক্তভোগী গ্রাহকরা তাদের জমানো টাকা ফেরত পেয়েছেন। গতকাল (১০ জুলাই, বৃহস্পতিবার ২০২৫) বিকালে টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে তিন শতাধিক গ্রাহকের মধ্যে সঞ্চয় বইয়ের জমানো টাকা ফেরত দেওয়া হয়।
নব্বইয়ের দশকের শুরুতে দুর্দান্ত প্রতাপশালী সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) মাকড়সার জালের মতো দ্রুত ছড়িয়ে পড়েছিল। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তারা গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। তাদের প্রলোভনের কঠিন চক্করে পড়ে গ্রাম ও শহরের অসংখ্য মানুষ। ২০০০ সাল থেকে এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে যায় সংস্থাটি। এর ফলে গ্রাহকরা চরম বিপাকে পড়েন। গ্রাহকদের টাকা ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করা হয়। এছাড়াও গ্রাহকরা পাওনা টাকার জন্য টাঙ্গাইল জজ কোর্টের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে আদালত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেয়। প্রায় দুই যুগ পরে টাকা পেয়ে খুশি হয়েছেন উপস্থিত গ্রাহকরা।
প্রায় ২৫ বছর আগে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিংয়ের চাকরি করতেন মনোয়ারা বেগম। সে সময় তিনি বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদে (এসডিএস) ২৫ হাজার টাকা জমিয়েছিলেন। এরপর এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে গেলে তিনি এই টাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুই যুগেরও বেশি সময় পর টাকা পেয়ে খুশি তিনি। মনোয়ারা বেগম বলেন, "এই কষ্টের টাকা ফেরত পাবো তা কল্পনাও করিনি। দীর্ঘদিন পর টাকাগুলো পেয়ে খুব ভালো লাগছে।"
শুধু মনোয়ারা বেগম নন, তার মতো তিন শতাধিক গ্রাহককে প্রায় এক কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমিতে নাজমুল এগ্রো ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্মের উদ্যোগে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়েছে। ঈদের আগেও অর্ধশতাধিক গ্রাহকের মাঝে ৩০ লক্ষাধিক টাকা ফেরত দেওয়া হয়।
টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) ইয়াসির আরাফাত, সরকারি কৌশলী (পিপি) শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা সহ সংশ্লিষ্টরা।
টাকা ফেরত পাওয়া মো. ওবায়দুল্লাহ বলেন, "৫০ হাজার টাকা খুব কষ্ট করে জমিয়েছিলাম। টাকাগুলো ফেরত পেয়ে খুবই উপকার হলো। টাকা দিয়ে মেয়ের পড়াশোনার কাজে ব্যয় করতে পারবো।"
এসডিএস গ্রাহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাম চাকলাদার বলেন, "গ্রাহকের টাকা ফেরত দিতে আমরা দীর্ঘদিন আইনি লড়াই করেছি। যাদের ডকুমেন্ট আছে, তাদেরই টাকা ফেরত দেওয়া হচ্ছে।"
এসডিএস-এর ব্যবস্থাপনা পরিচালক ও নাজমুল এগ্রো ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী নাজমুল হুদা বলেন, "গ্রাহকদের টাকা ফেরত দিতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যাদের কাছে ডকুমেন্ট আছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরই নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান
সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ
ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন
‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান
রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা
মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে
দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা
পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা