ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা প্রতিবাদে উত্তাল চবি


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:১১

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ, শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি সোহরাওয়ার্দী মোড় হয়ে আলাওল এবং এ এফ রহমান হলের সামনে দিয়ে আবারো জিরো পয়েন্টে এসে বক্তৃতার মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", "সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না", "আমার ভাই মরলো কেন? তারেক জিয়া জবাব দে, ইন্টেরিম জবাব দে", "আমার ভাই মরলো কেন? আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না", "জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের ঠিকানা", "বিএনপির অনেক গুণ, ১০ মাসে ১০০ খুন", "পাথর মেরে করছে খুন, বিএনপির অনেক গুণ" ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। দেশের ছাত্রসমাজ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের অপকর্মকে আর সহ্য করবে না। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, "জুলাই আগস্টে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। কিন্তু আমরা দেখতে পেরেছি একটা দল গত ১০ মাসে ১০০ খুন করেছে। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আমরা যে উদ্দেশ্য নিয়ে জুলাইয়ে আন্দোলন করেছি তা বৃথা যেতে দিবো না। নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে, চাঁদাবাজদের ঠিকানা বাংলাদেশে হবে না।"

গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, "গত জুলাইয়ের মতো এই জুলাই এতোটা কঠিন নয়। তোমাদের পাথর আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। তোমরা যতবার পাথর মারবে আমরা ততোবার রুখে দাঁড়াব। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এবং খুনিদের ঠিকানা হবে না। তোমরা যতবার মাথাচাড়া দিয়ে উঠবে আমরা ততবার তোমাদের বিষদাঁত ভেঙে দিবো। তোমরা ক্ষমতায় যাওয়ার আগে যে বর্বরতা শুরু করেছো তা জাহিলিয়াতকেও হার মানায়। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন নয়তো হাসিনার মতো চলে যেতে হবে।"

বিপ্লবী ছাত্র ঐক্যের আহ্বায়ক তাহসান হাবীব বলেন, "আবারো জুলাইয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে নৃশংসতা। এদেশ আর আগের মতো নেই, কেউ যদি স্বৈরাচার হতে চায় তাহলে হাসিনার মতো দিল্লীতে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ইন্টেরিমকে বলতে চাই যদি আপনারা বিচার করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। জুলাইয়ে যেমন রক্ত দিয়েছি দরকার হলে আবারো জুলাই বাংলাদেশে নেমে আসবে তবুও চাঁদাবাজ সন্ত্রাসীদের বাংলাদেশে থেকে মুক্ত করবো।"

এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর