মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা প্রতিবাদে উত্তাল চবি
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ, শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি সোহরাওয়ার্দী মোড় হয়ে আলাওল এবং এ এফ রহমান হলের সামনে দিয়ে আবারো জিরো পয়েন্টে এসে বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", "সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না", "আমার ভাই মরলো কেন? তারেক জিয়া জবাব দে, ইন্টেরিম জবাব দে", "আমার ভাই মরলো কেন? আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না", "জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের ঠিকানা", "বিএনপির অনেক গুণ, ১০ মাসে ১০০ খুন", "পাথর মেরে করছে খুন, বিএনপির অনেক গুণ" ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। দেশের ছাত্রসমাজ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের অপকর্মকে আর সহ্য করবে না। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, "জুলাই আগস্টে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। কিন্তু আমরা দেখতে পেরেছি একটা দল গত ১০ মাসে ১০০ খুন করেছে। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আমরা যে উদ্দেশ্য নিয়ে জুলাইয়ে আন্দোলন করেছি তা বৃথা যেতে দিবো না। নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে, চাঁদাবাজদের ঠিকানা বাংলাদেশে হবে না।"
গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, "গত জুলাইয়ের মতো এই জুলাই এতোটা কঠিন নয়। তোমাদের পাথর আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। তোমরা যতবার পাথর মারবে আমরা ততোবার রুখে দাঁড়াব। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এবং খুনিদের ঠিকানা হবে না। তোমরা যতবার মাথাচাড়া দিয়ে উঠবে আমরা ততবার তোমাদের বিষদাঁত ভেঙে দিবো। তোমরা ক্ষমতায় যাওয়ার আগে যে বর্বরতা শুরু করেছো তা জাহিলিয়াতকেও হার মানায়। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন নয়তো হাসিনার মতো চলে যেতে হবে।"
বিপ্লবী ছাত্র ঐক্যের আহ্বায়ক তাহসান হাবীব বলেন, "আবারো জুলাইয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে নৃশংসতা। এদেশ আর আগের মতো নেই, কেউ যদি স্বৈরাচার হতে চায় তাহলে হাসিনার মতো দিল্লীতে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ইন্টেরিমকে বলতে চাই যদি আপনারা বিচার করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। জুলাইয়ে যেমন রক্ত দিয়েছি দরকার হলে আবারো জুলাই বাংলাদেশে নেমে আসবে তবুও চাঁদাবাজ সন্ত্রাসীদের বাংলাদেশে থেকে মুক্ত করবো।"
এমএসএম / এমএসএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা
মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না
৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা