ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চবিতে মদ পানের পর মারামারি, শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মদ পান করে মারামারি করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। অভিযুক্ত শিক্ষার্থী হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ সেশনের নাফিজ মাহমুদ।

রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের কাছে লিখিত অভিযোগ দেন আইন বিভাগের তিন শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিফ, নূরে ইলাহী আতিক এবং আকাইদ মিয়া।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, "গত ১২ জুলাই রাত ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে আইন বিভাগের যাত্রীছাউনির সামনে নাফিজ মাহমুদ আমাদের উদ্দেশ্য করে গালাগালি করেন। আমরা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায়, সে মদ খেয়েছে। আমরা অবস্থা বেগতিক দেখে চলে যাই, পরে আমরা আবার আসার সময় সে আবারও গালাগালি করে। আমরা তখনও চলে আসি, পরবর্তীতে এক সিনিয়র ব্যাপারটি জানতে পেরে কথা বলে সমাধানের চেষ্টা করেন। আমরা সেই সিনিয়রের সঙ্গে কথা বলার সময় নাফিজ পেছন থেকে অতর্কিত হামলা করে এবং বারবার চিৎকার করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।"

তারা আরও উল্লেখ করেন, "নাফিজের হামলার পর উপস্থিত সকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে আসার পর সে পুনরায় পেছন থেকে জুতা নিক্ষেপ করে। এরপর আমাদের এক সহপাঠীর সঙ্গে হাতাহাতি শুরু হয় এবং আমাদের সহপাঠীর শার্ট ছিঁড়ে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করায় আরেক সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে অনেক শিক্ষার্থী জড়ো হয়ে যায় এবং তার সঙ্গে হাতাহাতি হয়। পরবর্তীতে গার্ড এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর প্রক্টর কোরবান আলী স্যার এসে তাকে মদ্যপ অবস্থায় হাতেনাতে ধরেন।"

মাদক গ্রহণ করে এমন নিয়ন্ত্রণহীন আচরণে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা ও সুষ্ঠু বিচার চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী বলেন, "আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাফিজ মাহমুদ ১২ জুলাই রাতে মদ খেয়ে আইন বিভাগের তিন শিক্ষার্থীর সঙ্গে মারামারিতে জড়ান। এরপর পরিস্থিতি স্বাভাবিক করে সেই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা