শতভাগ আবাসন, চাকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের মানববন্ধন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বিশ্ববিদ্যালয় সংস্কারের সাত দফা দাবিতে মানববন্ধন করেছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে শাখা শিবির এই মানববন্ধন পালন করে। এ সময় তাদের "শিবিরের অপর নাম আদর্শিক সংগ্রাম, চবিয়ানদের কয় দফা সাত দফা, সাত দফা, বিপ্লবীদের খবর দিয়ে সেশনজটে কবর দে, ফিটনেস বিহীন ট্রেন বাস শিক্ষার্থীদের জীবন নাস" সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
চবি শিবিরের সাত দফাগুলো হলো:
১. শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে।
২. সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশনজট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।
৩. পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে।
৪. অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে।
৫. দ্রুত সময়ের মধ্যে টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে।
৬. জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে।
৭. বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে।
শিবির নেতারা বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় অন্যতম একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিন্তু আবাসন নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থায় আমরা অনেকটাই পিছিয়ে। বিশ্ববিদ্যালয় শিবির সব সময় শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক অধিকারের জন্য সোচ্চার ছিল। এই মৌলিক ও যৌক্তিক অধিকার আদায়ের জন্যই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দফা ঘোষণা করেছি।"
শাখা শিবিরের বায়তুলমাল সম্পাদক হাসান মুজাহিদুল ইসলাম বলেন, "বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বাণিজ্যের পাঠশালায় পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিবার-পরিজনকে প্রাধান্য দিয়েছে। শিক্ষক নিয়োগের অন্যতম যোগ্যতা হয়ে উঠেছিল ছাত্রলীগ করা, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সরাসরি হত্যার সাথে জড়িত ছাত্রলীগ কর্মীরা এখনো শিক্ষক হিসেবে বহাল আছে। কিন্তু, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ক্যাম্পাস শহীদ ফরহাদ ও শহীদ হৃদয় তরুয়ার ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কোন ফ্যাসিবাদী শিক্ষকের স্থান হতে আমরা দিব না।"
এমএসএম / এমএসএম

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান
