ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শতভাগ আবাসন, চাকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের মানববন্ধন


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:১০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বিশ্ববিদ্যালয় সংস্কারের সাত দফা দাবিতে মানববন্ধন করেছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে শাখা শিবির এই মানববন্ধন পালন করে। এ সময় তাদের "শিবিরের অপর নাম আদর্শিক সংগ্রাম, চবিয়ানদের কয় দফা সাত দফা, সাত দফা, বিপ্লবীদের খবর দিয়ে সেশনজটে কবর দে, ফিটনেস বিহীন ট্রেন বাস শিক্ষার্থীদের জীবন নাস" সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

চবি শিবিরের সাত দফাগুলো হলো:

১. শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে।
২. সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশনজট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।
৩. পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে।
৪. অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে।
৫. দ্রুত সময়ের মধ্যে টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে।
৬. জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে।
৭. বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে।

শিবির নেতারা বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় অন্যতম একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিন্তু আবাসন নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থায় আমরা অনেকটাই পিছিয়ে। বিশ্ববিদ্যালয় শিবির সব সময় শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক অধিকারের জন্য সোচ্চার ছিল। এই মৌলিক ও যৌক্তিক অধিকার আদায়ের জন্যই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দফা ঘোষণা করেছি।"

শাখা শিবিরের বায়তুলমাল সম্পাদক হাসান মুজাহিদুল ইসলাম বলেন, "বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বাণিজ্যের পাঠশালায় পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিবার-পরিজনকে প্রাধান্য দিয়েছে। শিক্ষক নিয়োগের অন্যতম যোগ্যতা হয়ে উঠেছিল ছাত্রলীগ করা, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সরাসরি হত্যার সাথে জড়িত ছাত্রলীগ কর্মীরা এখনো শিক্ষক হিসেবে বহাল আছে। কিন্তু, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ক্যাম্পাস শহীদ ফরহাদ ও শহীদ হৃদয় তরুয়ার ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কোন ফ্যাসিবাদী শিক্ষকের স্থান হতে আমরা দিব না।"

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি