চবিতে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র’ স্লোগানকে ধারণ করে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) এবং জুলাই বিপ্লব উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এবং চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, "জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে উদ্বুদ্ধ করছি। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা, বিতর্ক চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসকে উৎসবমুখর রাখার চেষ্টা করছি।"
উপাচার্য আরও বলেন, জুলাই গণআন্দোলনকে ধারণ করার জন্য চবি প্রশাসন মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে এবং আজকের এই প্রতিযোগিতা তারই অংশবিশেষ। তিনি আরও যোগ করেন, "খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই হচ্ছে বড় বিষয়। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়, নিয়ম-শৃঙ্খলা জানার সুযোগ সৃষ্টি হয় এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়।" উপাচার্য প্রতিযোগিতার সফলতা কামনা করে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’-এর শুভ উদ্বোধন করেন। পরে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে চবির বিভিন্ন অনুষদভিত্তিক খেলোয়াড়বৃন্দ এবং তাঁদের টিম ম্যানেজারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য, চবি কলা ও মানববিদ্যা অনুষদ এবং চবি জীববিজ্ঞান অনুষদের মধ্যকার প্রতিযোগিতার প্রথম খেলাটি খেলোয়াড় এবং খেলা পরিচালনাকারী রেফারি ও সহকারী রেফারিদের সঙ্গে উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য
