ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চতুর্থবারের মতো অনলাইন প্রপার্টি ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে বিক্রয়


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৩:১৫

 দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়, আসন্ন সেপ্টেম্বর মাসে প্রপার্টিগাইড-এর সাথে যৌথভাবে চতুর্থ অনলাইন প্রপার্টি ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের অনলাইন রিয়েল এস্টেট খাতে এটি অন্যতম বড় আয়োজন হতে চলেছে, যা ক্রেতাদের প্রপার্টি কেনার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।

বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায়, বিক্রয়-এর এই ফ্ল্যাগশিপ ইভেন্ট দেশের প্রপার্টি বাজারে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। গত বছরের মেলা ২২ লক্ষ ব্যবহারকারীর কাছে পৌঁছেছিল এবং ১০ হাজারেরও বেশি আগ্রহী ক্রেতা এতে অংশ নিয়েছিলেন, যা অনলাইন প্রপার্টি প্ল্যাটফর্মের প্রতি মানুষের আস্থা ও আগ্রহেরই বহিঃপ্রকাশ।

এ বছর বিক্রয় ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনারের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে, যারা ক্রেতাদের জন্য দেবে বিশেষ হোম লোন সুবিধা।

“মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান” প্রতিপাদ্যটি সামনে রেখে এবারের মেলায় থাকবে প্রপার্টির নানাবিধ অপশন। নতুন গড়ে ওঠা এলাকাগুলোয় বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকায় উচ্চমানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত সবই এর অন্তর্ভুক্ত থাকবে। অংশগ্রহণকারীরা ২০,০০০-এর বেশি প্রপার্টি লিস্টিং থেকে খুঁজে নিতে পারবেন আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। এছাড়া মেলায় প্রথমবারের মতো ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ প্রজেক্ট উন্মোচন করা হবে। এই অনলাইন মেলা ব্রাউজ করা যাবে fair.propertyguide.com.bd পোর্টালে।

বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, “আমরা সব সময় প্রপার্টি কেনা আরও সহজ ও সবার সাধ্যের মধ্যে আনতে কাজ করছি। এবারের ইভেন্টটি বিশেষভাবে মধ্যবিত্ত ক্রেতাদের কথা ভেবেই আয়োজন করা হয়েছে। এখানে তারা এক প্ল্যাটফর্মেই প্রপার্টি খুঁজতে, তুলনা করতে ও সহজে ফাইন্যান্স করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই মেলা বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে নতুনভাবে এগিয়ে নেবে।”

মেলায় অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ অফার, ডিসকাউন্ট এবং এক্সপার্ট পরামর্শ, যা তাদের প্রপার্টি খোঁজা থেকে শুরু করে ফাইন্যান্সিং ও কেনা পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করবে।

সব প্রপার্টি একটি ডেডিকেটেড পোর্টালে থাকবে, যেখানে ক্রেতারা সরাসরি ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ, প্রপার্টি বুক এবং মেলার জন্য নির্ধারিত এক্সক্লুসিভ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন

ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর