"রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই" প্রতিপাদ্যে ডিআইইউ’তে রক্তদান কর্মসূচি
"রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ (পুসাব)’ এর আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের রেড বিল্ডিংয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই রক্তদান কর্মসূচি দিনব্যাপী চলে।
রক্তদানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এমন মহৎ একটি আয়োজন দেখে তারা উচ্ছ্বসিত।
ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী গালিব হাসান খান বলেন, "দ্বিতীয়বারের মতো আজ রক্ত দিলাম, ভালোই লাগছে। প্রথমবার রক্ত দেওয়ার পর আর সুযোগ হয়নি। তবে আজ ক্যাম্পাসেই এমন একটি মহৎ আয়োজন দেখে নিজেও অংশগ্রহণ করলাম।"
পলিটিকাল সায়েন্স বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী গোপাল দাস বলেন, "চতুর্থবারের মতো আজ রক্ত দিলাম। রক্তদান একটি মহৎ কাজ—এটি শুধু একজন রোগীকে জীবন ফিরে পেতে সাহায্য করে না, বরং আমাদের মধ্যে মানবিক মূল্যবোধও জাগ্রত করে। ভবিষ্যতেও নিয়মিত রক্ত দিয়ে যেতে চাই।"
পুসাবের কেন্দ্রীয় সদস্য জান্নাতুন নাহার ও সাধারণ সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, "রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। ক্যাম্পাসের ভাই-বোনেরা যেভাবে আগ্রহ নিয়ে এই উদ্যোগে অংশ নিচ্ছেন, তা আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।"
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিটের প্রতিনিধিরা বলেন, "বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন রক্তদান কর্মসূচি তরুণদের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে। ডিআইইউ’র শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তুলতে হলে শিক্ষার্থী পর্যায় থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। এ ধরনের আয়োজন শুধু রক্তের সংকট মেটায় না, মানবিক মূল্যবোধকেও গভীরভাবে ছুঁয়ে যায়।"
এমএসএম / এমএসএম
জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির
জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা
জকসুর ভোটগ্রহণ শুরু
নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা
শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা