ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

"রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই" প্রতিপাদ্যে ডিআইইউ’তে রক্তদান কর্মসূচি


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ১৬-৭-২০২৫ রাত ১১:১৯

"রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ (পুসাব)’ এর আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের রেড বিল্ডিংয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই রক্তদান কর্মসূচি দিনব্যাপী চলে।

রক্তদানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এমন মহৎ একটি আয়োজন দেখে তারা উচ্ছ্বসিত।

ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী গালিব হাসান খান বলেন, "দ্বিতীয়বারের মতো আজ রক্ত দিলাম, ভালোই লাগছে। প্রথমবার রক্ত দেওয়ার পর আর সুযোগ হয়নি। তবে আজ ক্যাম্পাসেই এমন একটি মহৎ আয়োজন দেখে নিজেও অংশগ্রহণ করলাম।"

পলিটিকাল সায়েন্স বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী গোপাল দাস বলেন, "চতুর্থবারের মতো আজ রক্ত দিলাম। রক্তদান একটি মহৎ কাজ—এটি শুধু একজন রোগীকে জীবন ফিরে পেতে সাহায্য করে না, বরং আমাদের মধ্যে মানবিক মূল্যবোধও জাগ্রত করে। ভবিষ্যতেও নিয়মিত রক্ত দিয়ে যেতে চাই।"

পুসাবের কেন্দ্রীয় সদস্য জান্নাতুন নাহার ও সাধারণ সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, "রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। ক্যাম্পাসের ভাই-বোনেরা যেভাবে আগ্রহ নিয়ে এই উদ্যোগে অংশ নিচ্ছেন, তা আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।"

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিটের প্রতিনিধিরা বলেন, "বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন রক্তদান কর্মসূচি তরুণদের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে। ডিআইইউ’র শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তুলতে হলে শিক্ষার্থী পর্যায় থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। এ ধরনের আয়োজন শুধু রক্তের সংকট মেটায় না, মানবিক মূল্যবোধকেও গভীরভাবে ছুঁয়ে যায়।"

এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর