সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম
মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে গোপালগঞ্জ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগে থেকেই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। মুজিববাদী এই সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমরা পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে গোপালগঞ্জে সমাবেশস্থলে গিয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। যদিও পরে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নিরাপদে বের করে নিয়ে গেছে। কিন্তু তারা আরও সতর্ক থাকলে আজ এই ঘটনা ঘটতো না। গোপালগঞ্জে সাংবাদিকসহ সাধারণ ছাত্র-জনতাও হামলার শিকার হয়েছেন। আজ এ দেশের জনগণের কাছে মুজিববাদী সন্ত্রাসীদের আসল চেহারা স্পষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা, শহীদ পরিবার ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় তাদের ওপরও হামলা করতে পারে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির সারাদেশে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই হামলার প্রতিবাদে এনসিপি আগামীকাল (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আমাদের দেশব্যাপী পদযাত্রা চলবে।
এর আগে গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করেন।
সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত আছেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫