ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সুবর্ণচরে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ২:১

নোয়াখালীর সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সুবর্ণচর রাব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং সহযোগিতা করে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল।

রিক-এর সুবর্ণচর শাখা ম্যানেজার এরিয়া ম্যানেজার গোলাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক-এর ম্যানেজার মিতুন খান। বিশেষ অতিথি ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরের সিনিয়র পাবলিক রিলেশন ডাক্তার মোঃ আবু জাফর। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর শাখা ব্যবস্থাপক তৌহিদুর রহমান, ফেরদাউস কবির সহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার তাওহিদুল ইসলাম, ডাঃ মইনুল হোসেন, ডাঃ কাওছার হোসেন, ডাঃ রাফি মিয়া, ডাঃ ফয়সাল মিজি, মিলন সর্দার সহ ১২ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক।

রিকের ম্যানেজার মিতুন খান বলেন, "বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সুবর্ণচর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) চার দশকের অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।"

তিনি আরও বলেন, "রিক উপলব্ধি করেছে যে দুস্থ ও দরিদ্র প্রবীণদের সুনির্দিষ্ট চাহিদা পূরণের জন্য আর্থিক এবং ব্যক্তিগত সহায়তার প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে রিক তার নিজের অর্থায়নে প্রবীণদের কল্যাণের জন্য 'প্রবীণ কল্যাণ কর্মসূচি' শিরোনামে একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সম্পৃক্ত এবং সমাজের অন্যান্য দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে অবদান রাখা।"

মিতুন খান জানান, "অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থার পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুস্থ এবং সুবিধা বঞ্চিত প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মুহূর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে 'রিক'-এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। চক্ষু ক্যাম্পে রোগীদের পরীক্ষাসহ ৮০০ রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। আজকেই তাদেরকে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।"

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ