সুবর্ণচরে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নোয়াখালীর সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সুবর্ণচর রাব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং সহযোগিতা করে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল।
রিক-এর সুবর্ণচর শাখা ম্যানেজার এরিয়া ম্যানেজার গোলাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক-এর ম্যানেজার মিতুন খান। বিশেষ অতিথি ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরের সিনিয়র পাবলিক রিলেশন ডাক্তার মোঃ আবু জাফর। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর শাখা ব্যবস্থাপক তৌহিদুর রহমান, ফেরদাউস কবির সহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার তাওহিদুল ইসলাম, ডাঃ মইনুল হোসেন, ডাঃ কাওছার হোসেন, ডাঃ রাফি মিয়া, ডাঃ ফয়সাল মিজি, মিলন সর্দার সহ ১২ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক।
রিকের ম্যানেজার মিতুন খান বলেন, "বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সুবর্ণচর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) চার দশকের অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।"
তিনি আরও বলেন, "রিক উপলব্ধি করেছে যে দুস্থ ও দরিদ্র প্রবীণদের সুনির্দিষ্ট চাহিদা পূরণের জন্য আর্থিক এবং ব্যক্তিগত সহায়তার প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে রিক তার নিজের অর্থায়নে প্রবীণদের কল্যাণের জন্য 'প্রবীণ কল্যাণ কর্মসূচি' শিরোনামে একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সম্পৃক্ত এবং সমাজের অন্যান্য দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে অবদান রাখা।"
মিতুন খান জানান, "অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থার পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুস্থ এবং সুবিধা বঞ্চিত প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মুহূর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে 'রিক'-এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। চক্ষু ক্যাম্পে রোগীদের পরীক্ষাসহ ৮০০ রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। আজকেই তাদেরকে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।"
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
