সাতকানিয়ায় এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এনসিপির গাড়িবহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে প্রবেশ করার সময় এ স্লোগান দেন নেতাকর্মীরা।
কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট স্টেশনে একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতাকর্মীদের। কিন্তু কক্সবাজারের সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে চকরিয়ায় মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা।
অন্যদিকে সন্ধ্যার দিকে কেরানিহাট স্টেশনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এনসিপির গাড়িবহর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে প্রবেশ করার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন। এ ছাড়াও সেখানে বেশ কয়েকজনকে জুতা হাতে মিছিল করতে দেখা যায়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকিব বলেন, ‘কেরানিহাট স্টেশনে এনসিপির নেতাকর্মীদের পথসভা করার কথা ছিল। কিন্তু কক্সবাজারে তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমরা তাদের প্রতিহত করতে কেরানিহাটে অবস্থান নিয়েছিলাম। তাই তারা পথসভা না করে পুলিশি পাহারায় বান্দরবানে চলে যান। আমাদের নেতাকর্মীরা জুতা হাতে মিছিল করে এনসিপিকে সাতকানিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।’
সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম বলেন, ‘সাতকানিয়াতে এনসিপির পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম ছিল না। সময় সুযোগ হলে এনসিপির নেতাকর্মীদের কেরানিহাটে নামার কথা ছিল। কিন্তু চকরিয়াতে বিশৃঙ্খলা হওয়ায় তাদের দেরি হয়ে গেছে। আমরা নেতাকর্মীদের রিসিভ করে বান্দরবানে নিয়ে এসেছি। সাতকানিয়া ও লোহাগাড়ায় কোনো সমস্যা হয়নি।’
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম