ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়ঃ গয়েশ্বর চন্দ্র রায়


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়। আমরা জনগণের অধিকার ও সরাসরি ভোটের প্রতি বিশ্বাসী।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে ‘ইটাখোলা ট্র্যাজেডি’তে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ তার প্রত্যক্ষ ভোটে যাকে খুশি সরকার বানাক, তাতে বিএনপির কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই তিনি নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করুন।

তিনি আরও বলেন, পিআর হলো পেছনের রাস্তা, আর আমরা চাই সামনের রাস্তা। পিআর ব্যবস্থা সব দেশে গ্রহণযোগ্য নয়। এ পদ্ধতিতে কারে ভোট দেওয়া হচ্ছে তা বোঝা যায় না। এটি আমাদের দেশের সংস্কৃতি নয়। দেশের মানুষ যা বোঝে না, তা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়।

বিএনপির এই নেতা আরও যোগ করেন, আমরা ক্ষমতার জন্য পাগল নই, জনগণের ভোটাধিকারের জন্য পাগল। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আবার জনগণ যদি অন্য কাউকে ভোট দিয়ে সংসদে পাঠায়, বিএনপি সেটিও সম্মান করবে। একাত্তরের পরাজিত শক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের আস্ফালন মুক্তিযোদ্ধারা মেনে নেবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি