পবিপ্রবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিয়ে লোকচুরি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ২০ বছর বয়সী নির্মাণ শ্রমিক তানজীরের মৃত্যুর ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান আমির কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং ফার্মের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে শিক্ষকদের নির্মাণাধীন আবাসিক ভবনের সপ্তম তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছিল। সেখানেই কাজ করার সময় তানজীর নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বিকাল ৩টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত তানজীর ভোলা জেলা সদরের ধনিয়া এলাকার মো. মহসিনের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো শ্রমিক বা কর্মচারী মৃত্যুর বিষয়টি স্বীকার করেননি। তারা জানান, তানজীর দুইতলা থেকে পড়ে আহত হয়েছেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও তানজীরের প্রতিবেশী সহকর্মী আলী আজগরের সাথে কথা বললে তিনি প্রথমে কথা বলতে রাজি হননি। তিনি জানান, তানজীরকে বরিশাল হাসপাতালে ভর্তি করে তিনি অন্য কাজের সাইটে চলে গেছেন এবং মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তিনি তানজীরের বা তার পরিবারের মোবাইল নম্বর দিতেও অস্বীকৃতি জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের লেবার সরদার ও তানজীরের প্রতিবেশী মো. মনিরও মৃত্যুর বিষয়টি এড়িয়ে যান এবং পরিবারের ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মো. শাহাবুদ্দিনের ভাষ্য, গতকাল দুর্ঘটনার পর দুমকী থেকে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে। তিনি ফোনের মাধ্যমে জেনেছেন বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মৃত্যুর কথা স্বীকার করলেও পরক্ষণে তিনি মৃত্যুর বিষয়টি এড়িয়ে যান, যা নিয়ে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আমির কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্মের অফিস কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনিও মৃত্যুর বিষয়টি এড়িয়ে গিয়ে "এ বিষয়ে থানায় খোঁজ নেন" বলে সংযোগ কেটে দেন।
পবিপ্রবির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস শরীফের মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।
তবে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল থানা থেকে এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তথ্য দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন