ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

'পেশিশক্তির মাধ্যমে মিছিল-মিটিংয়ের কালচার পরিবর্তন করতে হবে' - চবিতে ড. মির্জা গালিব


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:১৬

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, "ক্যাম্পাসে পেশিশক্তির মাধ্যমে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার কালচার পরিবর্তন করতে হবে।"

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে একটি আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা গালিব বলেন, "জুলাইয়ের পরে আমাদের প্রতিজ্ঞা হবে হল দখল ও মাস্তানি করতে না দেওয়া। সারাবিশ্বের মাফিয়া সরকারের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন শেখ হাসিনা। দেশের অর্থনীতি সেক্টরকে করাপশন করে সিঙ্গাপুরে টপটেন ধনী হয়েছে শেখ হাসিনা সরকারের লোকজন। মুক্তিযুদ্ধকে এদেশে একটা ইন্ডাস্ট্রি বানানো হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এটা জিয়াউর রহমান বললেও তার দল তা অনুধাবন করতে পারছে না।"

তিনি আরও বলেন, "ছাত্রদের কাজ রাজনীতি করা নয়, পড়াশোনা করে নেতৃত্ব সম্পূর্ণ হয়ে গড়ে ওঠা। আমাদের দেশের প্রবীণরা রাজনীতি করতে পারছে না বলেই তরুণরা রাজনীতিতে যুক্ত হচ্ছে। আমি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে। আর যদি ছাত্ররাজনীতি থাকে তাহলে অবশ্যই ছাত্রসংসদ চালু করতে হবে, সিট বরাদ্দ দিতে হবে এবং কোনো শিক্ষার্থী যাতে নির্যাতনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।"

আবু সাদিক কায়েম বলেন, "আমাদের শহীদ গাজীদের শ্রেষ্ঠ সম্মান দিয়ে পরিবারের দায়িত্ব নিতে হবে। গত ১৬ বছর যেহেতু আমাদের সুষ্ঠু নির্বাচন ছিল না, তাই নির্বাচন কমিশনসহ স্বাধীন প্রতিষ্ঠানগুলো মজবুত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের অনেক লিখতে হবে এবং নাটক সিনেমা তৈরি করতে হবে। কালচারাল ফ্যাসিস্টদের সমূলে উৎখাত করতে হবে।"

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং চবি শিবিরের সভাপতি এস এম আমজাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি