ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

৭ মাসেও চাকসু নির্বাচনের রোডম্যাপ জমা দেয়নি ৭ সদস্যের কমিটি


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ৩:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ ৫৫৭তম সিন্ডিকেট সভায় ৭ সদস্যর  নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হলেও প্রতিবেদন এখনো জমা পড়েনি হয়নি নির্বাচনের কোনো রূপরেখাও । এতে নির্বাচন আয়োজন নিয়ে বাড়ছে শঙ্কা। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকসু নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়। শিক্ষার্থীদের দাবির মুখে  চাকসু নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৬ জানুয়ারি ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো সেটি জমা পড়েনি। নির্বাচনের রূপরেখা ও নীতিমালা পিছানোর অযুহাত সমাবর্তন অনুষ্ঠানের তিন মাস পেরোলেও নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
 নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য ৭ সদস্যের একটি নীতিমালা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। সদস্য সচিব হিসেবে আছেন কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ, চাকসু পরিচালক অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
 এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন ,”নির্বাচনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তবে রোডম্যাপ  দেওয়া হয়নি । নির্বাচনের কমিটি রোডম্যাপ  ঘোষণা করবে।"
এ বিষয়ে ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন,"ছাত্রদল অতীত থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে ছিল।আমরাও চাকসু আদায়ের পক্ষে আছি।তবে, সব কিছু আমাদের হাতে নেই,প্রশাসন যতক্ষণ না সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেয়।
ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, "আগামী ১ তারিখ সিন্ডিকেট সভায় চাকসুর নীতিমালা  পাশ  ও  আগস্টের মাঝামাঝি সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলেছে আমাদের প্রশাসন।তবে নির্দিষ্ট  কোনো তারিখ বলে নাই। পরবর্তীতে, যদি দেরি করে তাহলে আমরা আবারো আন্দোলনে যাব।"

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি