ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের সাতজনসহ নিহত ৮


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:৫

ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে গুরুত্বর আহত অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়। অন্য দুইজন রাজশাহী মেডিকেলে নেওয়ার পর মারা যান। নিহত সবাই একই মাইক্রোবাসে ছিলেন। নিহতদের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য।

গতকাল বুধবার সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত অংশের আড়ইমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর দুপুর ১২টা পর্যন্ত যানজট সৃষ্টি হয় মহাসড়কে। ফায়ার সার্ভিসের গুরুদাসপুর, বড়াইগ্রাম, নাটোর ও বনপাড়া হাইওয়ে থানার সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলত পুরের ধর্মদহ গ্রামের ইতি (৪০) খাতুন, মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(৬৫), মৃত জাহিদুল ইসলামরে স্ত্রী শেলী বেগম(৬০), মোল্লা আলীর স্ত্রী আঞ্জুমান(৭৫), শহিদুলের স্ত্রী আন্না খাতুন(৬০), মিজানুর রহমানের স্ত্রী আনু বেগম(৫৫), শুকুর আহম্মেদের স্ত্রী সীমা খাতুন ও জয়নাল আবেদীনের ছেলে চালক শাহাবুদ্দিন(৩৫)।

চালক শাহাবুদ্দিনের মামাতো ভাই হাসিবুল ইসলাম বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য তার মামাতো ভাই সাবুদ্দিনের মাইক্রোবাসে চেপে একই পরিবারের ৭ জন সকাল ৭টার দিকে রওনা হন। দুপুরে সে খবর পান মাইক্রোবাসের কেউ আর বেঁচে নেই। তার পরিবারে চলছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নোহা (ঢাকা মেট্রো-চ ১৩-৯৭৯২) যাত্রী নিয়ে ঢাকা আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসসড়কের আইড়মাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মোট্রো-ট ২৪-৪৮৬৪) মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। । এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই ৫জন নিহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে ১ জন ও রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে বাকী ২ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, সকাল দশটার কিছু পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ফায়ারকর্মীদের সহায়তা লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া গেছে। তাছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। দুইঘন্টা পর মহাসড়কেক যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। নিহতদের পরিচয় পাওয়া গেছে। চালক ছাড়া সবাই একই পরিবাবেরর সদস্য।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা