ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

তরুয়াকে হারানোর এক বছর


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৮ জুলাই নগরীর বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মেধাবী শিক্ষার্থী।তরুয়ার মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকেই কাঁদিয়েছিল। চবির শিক্ষার্থীরা আজও ভুলতে পারেননি সেই শোকাবহ স্মৃতি। তরুয়ার বাবা রতন তরুয়া বলেন, আমার একমাত্র ছেলে হৃদয় মারা গিয়েছে, আমাকে কোটি টাকা দিলেও আমি তাকে ফিরে পাবো না। ভালো থাকবো কিভাবে—যার যায় সে বুঝে।

তরুয়ার ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল স্মরণ করে বলেন, হৃদয় বরিশালের, আমিও বরিশালের। প্রথম বর্ষ থেকেই একসাথে পথচলা। আমরা একসঙ্গে টিউশনে যেতাম। দেরি করলে সে ফোন দিত—‘তামিম তুই কোথায়?’ গুলিবিদ্ধ হওয়ার পর কথা বলা কঠিন হয়ে পড়েছিল, শুধু ইশারায় যা বলার বলতো। ওকে হারানো আজও কষ্ট দেয়।
তার আরেক সহপাঠী পাভেল জানান, ইতিহাস বিভাগ থেকে ২২ জুলাই তরুয়াকে স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে দুর্ঘটনার কারণে তা সংক্ষিপ্ত করা হয়। পাভেল বলেন, অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া করা হয়। তরুয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তরুয়াকে স্মরণ করে তিনি আরও বলেন, ওর সঙ্গে ক্লাসে বেশি কথা হতো না, তবে ‘মায়ের দোয়া’ দোকানে প্রায়ই দেখা হতো। ও খুব পরিশ্রমী ছিল। ঈদে সবাই বাড়ি গেলেও তরুয়া থাকত ক্যাম্পাসে টিউশনের জন্য। আর্থিক কষ্ট থাকলেও সেটা প্রকাশ করত না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগ আজও তার বন্ধু, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বেদনার আবেশে গাঁথা এক স্মৃতি হয়ে বেঁচে আছে। বন্ধুদের মনে হৃদয় কেবল একজন সহপাঠী নয়, ছিলেন একজন সাহসী, মানবিক ও দায়িত্বশীল তরুণ, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছিলেন।

এমএসএম / এমএসএম

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান

নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার শিক্ষার্থীরা, মাত্র ৮ শতাংশ শিক্ষক জবিয়ান