তরুয়াকে হারানোর এক বছর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৮ জুলাই নগরীর বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মেধাবী শিক্ষার্থী।তরুয়ার মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকেই কাঁদিয়েছিল। চবির শিক্ষার্থীরা আজও ভুলতে পারেননি সেই শোকাবহ স্মৃতি। তরুয়ার বাবা রতন তরুয়া বলেন, আমার একমাত্র ছেলে হৃদয় মারা গিয়েছে, আমাকে কোটি টাকা দিলেও আমি তাকে ফিরে পাবো না। ভালো থাকবো কিভাবে—যার যায় সে বুঝে।
তরুয়ার ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল স্মরণ করে বলেন, হৃদয় বরিশালের, আমিও বরিশালের। প্রথম বর্ষ থেকেই একসাথে পথচলা। আমরা একসঙ্গে টিউশনে যেতাম। দেরি করলে সে ফোন দিত—‘তামিম তুই কোথায়?’ গুলিবিদ্ধ হওয়ার পর কথা বলা কঠিন হয়ে পড়েছিল, শুধু ইশারায় যা বলার বলতো। ওকে হারানো আজও কষ্ট দেয়।
তার আরেক সহপাঠী পাভেল জানান, ইতিহাস বিভাগ থেকে ২২ জুলাই তরুয়াকে স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে দুর্ঘটনার কারণে তা সংক্ষিপ্ত করা হয়। পাভেল বলেন, অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া করা হয়। তরুয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তরুয়াকে স্মরণ করে তিনি আরও বলেন, ওর সঙ্গে ক্লাসে বেশি কথা হতো না, তবে ‘মায়ের দোয়া’ দোকানে প্রায়ই দেখা হতো। ও খুব পরিশ্রমী ছিল। ঈদে সবাই বাড়ি গেলেও তরুয়া থাকত ক্যাম্পাসে টিউশনের জন্য। আর্থিক কষ্ট থাকলেও সেটা প্রকাশ করত না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগ আজও তার বন্ধু, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বেদনার আবেশে গাঁথা এক স্মৃতি হয়ে বেঁচে আছে। বন্ধুদের মনে হৃদয় কেবল একজন সহপাঠী নয়, ছিলেন একজন সাহসী, মানবিক ও দায়িত্বশীল তরুণ, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছিলেন।
এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
