'কিপটা জামাই সুন্দরী বউ' নাটকে তন্ময়-মিহি ও হেদায়েত উল্লাহ তুর্কীর কমেডি ম্যাজিক!
পারিবারিক সম্পর্কের টানাপোড়েন আর হাস্যরসের চমৎকার মিশেল নিয়ে ইউটিউব চ্যানেল SAP Entertainment-এ সম্প্রতি মুক্তি পেয়েছে এক ঘণ্টার নাটক "কিপটা জামাই সুন্দরী বউ"। নাটকটির রচনা করেছেন সোহেল রানা, পরিচালনায় আছেন আব্দুল্লাহ আল মামুন, আর প্রযোজনায় সামসুল আলম। এই নাটকে হাসি, রাগ, ভালোবাসা এবং অপূর্ব সব পারিবারিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে রয়েছেন তন্ময় সোহেল ও ফারজানা মিহি। কিপটা স্বামীর চরিত্রে তন্ময় যেমন হাসির খোরাক জুগিয়েছেন, তেমনি মিহির "সুন্দরী বউ" চরিত্রে রয়েছে দারুণ উপস্থিতি ও অভিনয়ের মুন্সিয়ানা।
তবে নাটকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন হেদায়েত উল্লাহ তুর্কী, যিনি অভিনয় করেছেন ফারজানা মিহির দুলাভাইয়ের চরিত্রে। হেদায়েত উল্লাহ তুর্কীর সাবলীল অভিনয়, সংলাপ ডেলিভারি এবং চরিত্রে প্রাণ ঢেলে দেয়ার ক্ষমতা নাটকে বাড়তি রঙ যোগ করেছে। দর্শকরা তার চরিত্রে যেমন হাসির খোরাক পেয়েছেন, তেমনি এক বিশেষ আত্মীয়ের বাস্তব প্রতিচ্ছবিও দেখতে পেয়েছেন।
তার সঙ্গে নাটকে আরও রয়েছেন সাহেলা আক্তার, নাবিলা চৌধুরী এবং প্রযোজক সামসুল আলম, যিনি নিজেও অভিনয় করেছেন তন্ময় সোহেলের দুলাভাইয়ের চরিত্রে। প্রতিটি চরিত্রই নাটকের গল্পে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।
গল্পে দেখা যায়, কিপটা স্বামীর অতিরিক্ত কিপটেমির কারণে সংসারে ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয়। সুন্দরী বউয়ের চোখে এসব বিষয় ধরা পড়ে, এবং ঘটতে থাকে একের পর এক হাস্যকর পরিস্থিতি। নানা মজার কাণ্ড আর রঙিন ঘটনার মাধ্যমে গল্প এগোয়, যা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখে।
নাটকটি ইতিমধ্যে ইউটিউবে দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। বিশেষ করে যারা হালকা ধাঁচের পারিবারিক নাটক এবং কমেডি কনটেন্ট উপভোগ করেন, তাদের জন্য এটি এক ঘন্টার বিনোদনের দারুণ প্যাকেজ।
যদি আপনি পরিবার নিয়ে একসাথে হাসতে হাসতে সময় কাটাতে চান, তবে "কিপটা জামাই সুন্দরী বউ" নাটকটি আপনার প্লে-লিস্টে অবশ্যই রাখা উচিত!
নাটকটি দেখতে পাবেন: SAP Entertainment YouTube channel
এমএসএম / এমএসএম
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?