শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যা: দুবাই থেকে ধরে আনা হয়েছে প্রধান আসামি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মহসীন মিয়াকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করে দেশে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পিবিআই প্রেস রিলিজে উল্লেখ করেন, দীর্ঘ আড়াই বছর পলাতক থাকার পর ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। (২১ জুলাই, ২০২৫) তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।
পিবিআই সূত্র জানায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুরের নিজ বাসভবনে গুলিবিদ্ধ হন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। দীর্ঘ চিকিৎসার পর ওই বছরের ৩১ মে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তার ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
হত্যাকাণ্ডের পূর্বাপর মামলার তদন্তে বেরিয়ে আসে, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার আগের দিন, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, মামলার প্রধান আসামি আরিফ সরকার একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হারুনুর রশিদ খানকে জানান যে, পরদিন মহসীন মিয়া মসজিদের অনুদানের টাকা নিয়ে দেখা করতে আসবেন।
সেই অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে মহসীন মিয়া দুজন শুটারকে নিয়ে মোটরসাইকেলে করে চেয়ারম্যানের বাসার নিচে যান। ফোনে মসজিদের অনুদানের টাকা দেওয়ার কথা বলে তিনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অনুমতি চান। হারুনুর রশিদ খান সরল বিশ্বাসে তাদের তার বাসার তৃতীয় তলার ড্রয়িং রুমে আসতে বলেন এবং দরজা খুলে দেন। মহসীন ও তার সঙ্গীরা ভেতরে প্রবেশ করার পর কুশল বিনিময় হয়। চেয়ারম্যান যখন তাদের জন্য ফল আনতে সোফা থেকে উঠে দাঁড়ান, ঠিক তখনই দুই শুটার তার কোমরে দুই রাউন্ড গুলি করে। এরপর আসামিরা দ্রুত নিচে নেমে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। অপর আসামি হুমায়ুন একটি প্রাইভেটকার নিয়ে তাদের পালানোর জন্য প্রস্তুত ছিল। আসামিরা সেই গাড়ি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছাড়ে।
পিবিআইয়ের তদন্ত ও আন্তর্জাতিক তৎপরতা:
মামলার তদন্তভার গ্রহণের পর পিবিআই নরসিংদী জেলা বিভিন্ন আসামিকে গ্রেফতার করে। তাদের মধ্যে জহিরুল ইসলাম শরীফ মোল্লা নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আরিফ সরকার এবং এতে সরাসরি অংশ নেওয়া মহসীন মিয়া, ইরান মোল্লা ও মোবারক বিদেশে পালিয়ে গেছেন।
এই তথ্যের ভিত্তিতে পিবিআই ইন্টারপোলের সহায়তা চায়। আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল নিশ্চিত করে যে, মামলার এজাহারভুক্ত আসামি আরিফ সরকার, মহসীন মিয়া ও হুমায়ুন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। এরপর পিবিআই আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং ইন্টারপোলের নিকট রেড নোটিশ জারির আবেদন করে।
দুবাইয়ে গ্রেফতার ও দেশে প্রত্যাবর্তন:
রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ গত ২১ মে, ২০২৫ তারিখে মহসীন মিয়াকে গ্রেফতার করে এবং বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানায়। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল দুবাই গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গত ২০ জুলাই, ২০২৫ তারিখে মহসীনকে নিয়ে দেশে ফেরে।
এ বিষয়ে পিবিআই নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস.এম. মোস্তাইন হোসেন বলেন, আমরা দীর্ঘ প্রচেষ্টার পর আসামি মহসীন মিয়ার অবস্থান নিশ্চিত করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করি। দুবাই পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আদালতে আসামি মহসীন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এই মামলায় শুটার মোবারক হোসেন দেশে ফিরলে পিবিআই তাকে গত ৯ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা থেকে গ্রেফতার করে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ আরও দুই আসামিকে পূর্বে গ্রেফতার করা হয়েছিল।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
