লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পর নির্বাচন : বিয়ানীবাজারে ডা. শফিক

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী বর্তমান সরকারের কাছে আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। এরপর জাতীয় নির্বাচন। আমরা একটি স্বচ্ছ নির্বাচনের দাবি জানাই। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পর আগামী বছরের শুরুর দিকে অবশ্যই নির্বাচন হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ অফুরন্ত নিয়ামত ও সম্ভাবনার দেশ। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার ৪২ ভাগের বেশীর বয়স ৭০ এর উপরে। অথচ আমাদের জনসংখ্যার বড় অংশের বয়স ৩৫ বছরের নিচে। এটি আমাদের একটা বড় নিয়ামত। আমাদের মাটির নিচে সমুদ্রের নিচে প্রচুর সম্পদ। এত এত সম্পদ থাকা সত্ত্বেও গত ৫৪ বছরেও আমরা আমাদের কাংখিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। তিনি বুধবার (২৩ জুলাই) বিকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এর কারণ, আমাদের একটা বড় সম্পদ চরিত্র। সেই সম্পদের ঘাটতি ছিল। ক্ষমতায় যারা ছিলেন তারা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। জনগনের কথা ভাবার সময় তাদের ছিলনা। সবাই দুদককে যতটা ভয় করে আল্লাহকে ততটা ভয় করলে কেউ দুর্নীতি করতোনা। জনগনের সম্পদও পাচার করতোনা। গত ১৫ বছরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। দেশের প্রতি, জনগনের প্রতি ভালোবাসা থাকলে এত সম্পদ পাচার হতোনা। আজ এই সম্পদ দেশে থাকলে দেশের চেহারাই বদলে যেতো। ইউরোপ এবং চীন সফরের সময় বিদেশীরা বলেছে, আমাদের এক নম্বর সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি ঠেকাতে পারলে দেশ অবশ্যই বদলে যাবে। তিনি বলেন, শুধু ঘুষ আর চাঁদাবাজীই দুর্নীতি নয়, বুদ্ধি দিয়ে জনগনকে ঠকানোটাও একটা বড় ধরনের দুর্নীতি। আর জনগনকে ঠকায় তারা যারা দেশ থেকে পালিয়ে যায়। তারা দেশটাকে যৌতুক মনে করে। জামায়াত কখনোই দেশ থেকে পালায়নি। বরং জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফিরে আসার উদাহরণ আছে আমাদের নেতৃবৃন্দের। ডা. শফিক আরও বলেন, ৫ আগস্টের পর জামায়াত হিংসা চরিতার্থ না করার আহ্বান জানিয়েছে। আমরা সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা নিজেরা মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি পাহারা দিয়েছি। কোনো ক্ষতি হতে দেইনি। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমীর কাজী জমির হোসাইনের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমীর ফখরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমীর মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, সহকারি সেক্রেটারী রুকন উদ্দিন, আব্দুল হামিদ, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৫ আগস্টের পর একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। মানুষের কল্যাণে জামায়াত কর্মীদের নিবেদিত হতে হবে। আমরা একটি দূর্র্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের এই বাংলাদেশ হবে রাহাজানিমুক্ত। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়বো। জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমবেশে বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পর নির্বাচন : বিয়ানীবাজারে ডা. শফিক
সিলেট ব্যুরো অফিস:
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী বর্তমান সরকারের কাছে আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। এরপর জাতীয় নির্বাচন। আমরা একটি স্বচ্ছ নির্বাচনের দাবি জানাই। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পর আগামী বছরের শুরুর দিকে অবশ্যই নির্বাচন হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ অফুরন্ত নিয়ামত ও সম্ভাবনার দেশ। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার ৪২ ভাগের বেশীর বয়স ৭০ এর উপরে। অথচ আমাদের জনসংখ্যার বড় অংশের বয়স ৩৫ বছরের নিচে। এটি আমাদের একটা বড় নিয়ামত। আমাদের মাটির নিচে সমুদ্রের নিচে প্রচুর সম্পদ। এত এত সম্পদ থাকা সত্ত্বেও গত ৫৪ বছরেও আমরা আমাদের কাংখিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। তিনি বুধবার (২৩ জুলাই) বিকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এর কারণ, আমাদের একটা বড় সম্পদ চরিত্র। সেই সম্পদের ঘাটতি ছিল। ক্ষমতায় যারা ছিলেন তারা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। জনগনের কথা ভাবার সময় তাদের ছিলনা। সবাই দুদককে যতটা ভয় করে আল্লাহকে ততটা ভয় করলে কেউ দুর্নীতি করতোনা। জনগনের সম্পদও পাচার করতোনা। গত ১৫ বছরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। দেশের প্রতি, জনগনের প্রতি ভালোবাসা থাকলে এত সম্পদ পাচার হতোনা। আজ এই সম্পদ দেশে থাকলে দেশের চেহারাই বদলে যেতো। ইউরোপ এবং চীন সফরের সময় বিদেশীরা বলেছে, আমাদের এক নম্বর সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি ঠেকাতে পারলে দেশ অবশ্যই বদলে যাবে। তিনি বলেন, শুধু ঘুষ আর চাঁদাবাজীই দুর্নীতি নয়, বুদ্ধি দিয়ে জনগনকে ঠকানোটাও একটা বড় ধরনের দুর্নীতি। আর জনগনকে ঠকায় তারা যারা দেশ থেকে পালিয়ে যায়। তারা দেশটাকে যৌতুক মনে করে। জামায়াত কখনোই দেশ থেকে পালায়নি। বরং জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফিরে আসার উদাহরণ আছে আমাদের নেতৃবৃন্দের। ডা. শফিক আরও বলেন, ৫ আগস্টের পর জামায়াত হিংসা চরিতার্থ না করার আহ্বান জানিয়েছে। আমরা সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা নিজেরা মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি পাহারা দিয়েছি। কোনো ক্ষতি হতে দেইনি। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমীর কাজী জমির হোসাইনের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমীর ফখরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমীর মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, সহকারি সেক্রেটারী রুকন উদ্দিন, আব্দুল হামিদ, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৫ আগস্টের পর একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। মানুষের কল্যাণে জামায়াত কর্মীদের নিবেদিত হতে হবে। আমরা একটি দূর্র্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের এই বাংলাদেশ হবে রাহাজানিমুক্ত। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়বো। জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমবেশে বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন

শালিখায় সিটি ব্যাংকের অর্থায়নে গাছের চারা বিতরণ

নড়াইল-১ আসনের তৃণমূলে কাজ করে জনপ্রিয়তা পাচ্ছেন জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে জব্দকৃত ৮৫ বস্তা টিএসপি সার ধ্বংস করলো প্রসাশন

সিলেট-৬ আসনে বিএনপিতে নয়-জামায়াতে এক, প্রচারণায় আছেন অন্য দলের প্রার্থীরা

পাঁচ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী র্যাবের হাতে আটক

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেনঃ কর্ণেল অলি

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে মাঠ প্রস্তুত করেছেন জহুরুল

হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
