ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কানাইঘাটে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:২৪

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে এক প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সাদেক আহমদ ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী ছাইয়ারা বেগম (৬৫), আয়ারল্যান্ড প্রবাসী কবিরুল ইসলামের মা। তিনি জানান, গত ২৬ জুলাই ২০২৫, শনিবার রাত ৯টার দিকে একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমদ ও তার স্ত্রী দেশীয় অস্ত্রসহ তার বাড়ির প্রধান ফটকে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং গেট খুলে না দিলে হত্যার হুমকি দেন। তারা একাধিকবার গেটে আঘাত করেন, ফলে পরিবারটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে পৌঁছেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

জানা যায়, ছাইয়ারা বেগম দীর্ঘদিন তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির সামনের অংশে সীমানা প্রাচীর সংলগ্ন ছড়ার উপরে অযত্নে জন্মানো আগাছা তাঁর বাড়ির সীমানা দেয়ালের ক্ষতির কারণ হচ্ছিল। তিনি একজন দিনমজুর দিয়ে আগাছাগুলো পরিষ্কার করান। এ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সাদেক আহমদ হামলার চেষ্টা করেন । অভিযোগ রয়েছে, ৬৫ বছরের বৃদ্ধা ছাইয়ারা বেগম বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছেন। সাদেকের কারণে অতিষ্ঠ হয়ে বাড়িতে ঘুমাতে পারতেন না।সাদেকের ভয়ে সিলেট শহরের ভাড়া বাসায় থাকেন ছাইয়ারা বেগম,দীর্ঘদিন ধরে অভিযুক্ত সন্ত্রাসী সাদেক আহমদ উক্ত বাড়িতে রাতের আধারে ঢিল ছোড়েন এবং এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন,ওই প্রবাসী পরিবারকে হুমকি দিয়ে আসছেন এবং বসতভিটা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রবাসী কবিরুল ইসলামের পিতা মাওলানা আব্বাস আলী ছিলেন লালারচক ও নয়াগ্রাম মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষক ও এলাকার একজন শ্রদ্ধেয় ধর্মপ্রাণ ব্যক্তি। ২০১৮ সালে তার মৃত্যু হয়। এরপর থেকে তাদের বাড়িতে কেউ না থাকার সুবাদে বিভিন্ন সময়ে ফলজ,বনজ ও ঔষধি গাছপালা বিক্রির চেষ্টাও করেছেন সাদেক আহমদ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাদেক আহমদ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে দুর্বল ও অসহায় পরিবার হয়রানি করে আসছেন। তারা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন মহল।

এ বিষয়ে ছাইয়ারা বেগম কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং  অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নীতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা