ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কানাইঘাটে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:২৪

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে এক প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সাদেক আহমদ ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী ছাইয়ারা বেগম (৬৫), আয়ারল্যান্ড প্রবাসী কবিরুল ইসলামের মা। তিনি জানান, গত ২৬ জুলাই ২০২৫, শনিবার রাত ৯টার দিকে একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমদ ও তার স্ত্রী দেশীয় অস্ত্রসহ তার বাড়ির প্রধান ফটকে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং গেট খুলে না দিলে হত্যার হুমকি দেন। তারা একাধিকবার গেটে আঘাত করেন, ফলে পরিবারটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে পৌঁছেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

জানা যায়, ছাইয়ারা বেগম দীর্ঘদিন তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির সামনের অংশে সীমানা প্রাচীর সংলগ্ন ছড়ার উপরে অযত্নে জন্মানো আগাছা তাঁর বাড়ির সীমানা দেয়ালের ক্ষতির কারণ হচ্ছিল। তিনি একজন দিনমজুর দিয়ে আগাছাগুলো পরিষ্কার করান। এ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সাদেক আহমদ হামলার চেষ্টা করেন । অভিযোগ রয়েছে, ৬৫ বছরের বৃদ্ধা ছাইয়ারা বেগম বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছেন। সাদেকের কারণে অতিষ্ঠ হয়ে বাড়িতে ঘুমাতে পারতেন না।সাদেকের ভয়ে সিলেট শহরের ভাড়া বাসায় থাকেন ছাইয়ারা বেগম,দীর্ঘদিন ধরে অভিযুক্ত সন্ত্রাসী সাদেক আহমদ উক্ত বাড়িতে রাতের আধারে ঢিল ছোড়েন এবং এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন,ওই প্রবাসী পরিবারকে হুমকি দিয়ে আসছেন এবং বসতভিটা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রবাসী কবিরুল ইসলামের পিতা মাওলানা আব্বাস আলী ছিলেন লালারচক ও নয়াগ্রাম মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষক ও এলাকার একজন শ্রদ্ধেয় ধর্মপ্রাণ ব্যক্তি। ২০১৮ সালে তার মৃত্যু হয়। এরপর থেকে তাদের বাড়িতে কেউ না থাকার সুবাদে বিভিন্ন সময়ে ফলজ,বনজ ও ঔষধি গাছপালা বিক্রির চেষ্টাও করেছেন সাদেক আহমদ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাদেক আহমদ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে দুর্বল ও অসহায় পরিবার হয়রানি করে আসছেন। তারা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন মহল।

এ বিষয়ে ছাইয়ারা বেগম কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং  অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নীতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন

শালিখায় সিটি ব্যাংকের অর্থায়নে গাছের চারা বিতরণ

নড়াইল-১ আসনের তৃণমূলে কাজ করে জনপ্রিয়তা পাচ্ছেন জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে জব্দকৃত ৮৫ বস্তা টিএসপি সার ধ্বংস করলো প্রসাশন

সিলেট-৬ আসনে বিএনপিতে নয়-জামায়াতে এক, প্রচারণায় আছেন অন্য দলের প্রার্থীরা

পাঁচ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী র‍্যাবের হাতে আটক

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেনঃ কর্ণেল অলি

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে মাঠ প্রস্তুত করেছেন জহুরুল

হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দূর্গাপূজা উৎসবমুখর করতে পূজা কমিটির সাথে বাঁশখালী জামায়াতের মতবিনিময় সভা