ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কর্ণফুলীতে গাউসিয়া কমিটির সালানা ওরশ ও স্মরণ সভা অনুষ্ঠিত


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:৫২

গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.), বানি ও জামেয়া হুজুর কিবলা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.), বানি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ও জসনে জুলুসের প্রতিষ্ঠাতা, হুজুর কিবলা হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) এর সালানা ওরশ মোবারক এবং সদ্য প্রয়াত গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানার সাবেক সভাপতি মরহুম শেখ আহমদ সাহেব'র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে উপজেলার চরলক্ষ্যা ইউপির খুইদ্দ্যারটেক এলাকার এইচ.টি কনভেনশন হলে সালানা ওরশ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় খতমে কোরআন ও তনে গাউসিয়া শরীফের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানার আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলীর সভাপতিত্বে এবং সচিব মাও: নুর মুহাম্মদ কাদেরী ও আরাফাত হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, উদ্বোধক হিসেবে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান।

এসময় বক্তারা বলেন, হযরত সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) ও আল্লামা তৈয়্যব শাহ্‌ (রহ.) যে সিলসিলা আমাদের দিয়েছেন, এর মাধ্যমে আমরা আজ ইসলামের সঠিক আক্বিদায় ঐক্যবদ্ধ। বক্তারা এ সিলসিলার কার্যক্রম প্রচারে যারা অবদান রেখেছেন তাদের বিশেষভাবে স্মরণ করেন। আজ তৈয়্যব শাহ্‌ (রহ.)-এর ওরশ মোবারক উদযাপন করছি। আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আল্লামা তৈয়্যব শাহ্‌ (রহ.)-এর অবদানকে, তিনি হুজুর কেবলার যে মকসুদ আল্লাহ্‌ ও রাসুলের সন্তুষ্টি তাতে আমরা ওয়াদা করেছি তা যথাযথ পালন করাই ওরশের সার্থকতা। বক্তারা বলেন, হুজুর কেবলার মাধ্যমে যে আদর্শ, দর্শন ও পথ দেখিয়েছেন সেই সিরাতুল মুসতাকিমের পথে চলতে হবে। এ পথ রাসুলেপাক (দ.)-এর নির্দেশিত হযরত গাউসুল আযম দস্তগীর, আবদুর রহমান চৌহরভী ও সিরিকোটি (রহ.) অনুসৃত। বক্তারা আরও বলেন, সিরিকোটি (রহ.) বাংলাদেশে তশরিফ রেখে এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যা সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। তেমনিভাবে আল্লামা তৈয়্যব শাহ্‌ (রহ.) ঢাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, জশনে জুলুস ও গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেন। তারা জামেয়া আনজুমান, গাউসিয়া কমিটিকে হযরাতে কেরামের পক্ষ থেকে আমাদের জন্য এহসান উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানসমূহ আহলে সুন্নাত আক্বিদা ও আদর্শ প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখছে। বক্তারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন–হাদীস ও মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণ করা এবং জামেয়া, আনজুমান ও গাউসিয়া কমিটির সাথে সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান।

প্রধান বক্তা ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি মো: পেয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ বক্তা ছিলেন, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী গোলাম মুহাম্মদ মহিউদ্দীন, প্রধান আলোচক ছিলেন- আঞ্জুমান, জামেয়া ও গাউসিয়া কমিটি বাংলাদেশের মুখপত্র এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ মোছাহেব উদ্দীন বখতিয়ার, বিশেষ অতিথি ছিলেন, মুহাম্মদ হোসেন খোকন, মুহাম্মদ ইলিয়াছ, শেখ সাইদুল হক, শেখ জিয়াউল হক, দক্ষিণ জেলার আহ্বায়ক মাষ্টার মুহাম্মদ হাবিব উল্ল্যাহ, সদস্য প্রফেসর মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ ইলিয়াস মুন্সি, জি এম মুহাম্মদ কবির, হাজী ফজল আহমদ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আবদুল আলিম, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ ইয়াসিন আরফাত, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ ফারুক প্রমুখ।

সালানা ওরশ মোবারকে আউলিয়া কেরাম'র জীবনী, গাউসিয়া কমিটি বাংলাদেশের গুরুত্ব ও দ্বীনি মাজহাবের প্রসারে হুজুর কেবলাগণের ভূমিকা এবং অবদান তুলে ধরেন বক্তারা। দোয়া ও মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নজরুল বক্তৃতা অনুষ্ঠিত

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার দুইশত কৃষক পাবে সরিষা বীজ ও সার

মেহেরপুর সদরে প্রায় ৩ লক্ষ টাকার ৫৮ টি চায়না দিয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

নিজ হাতে সন্তানদের টাইফয়েড টিকা দিলেন দাউদকান্দির স্বাস্থ্য কর্মকর্তা

সিরাজদিখান বড়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা

ধামইরহাটে বিনামূল্যে ৫হাজার ৫১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখল ফিরে পেলো মালিক পক্ষ

সরিষাবাড়িতে দিনব্যাপি মৎস্য ফুড সেফটি বিষয়ক কর্মশালা

দুমকিতে জিয়াউর রহমানের হাতে খনন করা খাল পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

খুলনা ওয়াসার নতুন প্রকল্পে ধীরগতি, হয়নি পিডি নিয়োগ