তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড ২০২৪-২৫
অনুপ্রেরণাময়ী তরুণ নারী নেতৃত্বের সংবর্ধনা
ব্র্যাক-আড়ং এর ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড তাগা গর্বের সাথে আয়োজন করেছে “তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড ২০২৪-২৫ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এতে বাংলাদেশের বিভিন্ন পেশায় অনন্য অবদান রাখা তরুণ নারী নেতৃত্বের কৃতিত্ব উদযাপন ও স্বীকৃতি প্রদান করা হয়। সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিথিদের স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ব্র্যাক এন্টারপ্রাইজ-এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে তাগা’র মূল লক্ষ্য, নারীর ক্ষমতায়নে সৃজনশীলতা, নৈতিক নেতৃত্ব এবং স্থিতিশীল কর্মসূচির অঙ্গীকার তুলে ধরেন।
তাগা’র একটি অন্যতম প্রধান উদ্যোগ, তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড। ৩৫ বছর অনুর্ধ যে সৃষ্টিশীল নারীরা তাদের নেতৃত্ব, উদ্ভাবন ও সামাজিক দায়বদ্ধতায় নিজেদের উদাহরণ হিসেবে গড়ে তুলেছেন, সেই সব নারীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাগা’র এই উদ্যোগটি উদযাপিত হয়ে আসছে। এই উদ্যোগ কেবল স্বীকৃতিতেই সীমাবদ্ধ নয়; উদ্যোগটি পরিবর্তন সৃষ্টিকারী নারীদের একটি সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে, যারা আগামী দিনের জন্য ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম।
“আমরা আজ সেই সকল নারী নেতৃত্বকে উদযাপনের লক্ষ্যে মিলিত হয়েছি, যারা সুযোগের জন্য অপেক্ষা করেননি বরং নিজেরাই সুযোগ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।” বলেন তামারা হাসান আবেদ। “এই তরুণ নারী নেতৃত্ব নিজেদের উদ্ভাবনী চিন্তা, সততা, এবং অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে নিজেদের সুযোগ্য বলে প্রমাণ করেছেন শুধু আজকের জন্য নয়, আগামী দিনগুলোর জন্যও।
অনুষ্ঠানে তুলে ধরা হয় ৯ জন চূড়ান্ত মনোনীত নারীর অসাধারণ পেশাগত যাত্রা, যারা দেশের ১০৯টি প্রতিষ্ঠানের ৩০৯টি মনোনয়নের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। মনোনয়ন প্রক্রিয়ায় মূল্যবান মতামত দিয়েছেন সম্মানিত জুরি বোর্ড, যার সদস্যরা হলেন বিকাশ, দ্য ডেইলি স্টার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বাটা বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ব্র্যাক এন্টারপ্রাইজ এবং পাঠাও-এর সিনিয়র সদস্যরা।
২০২৪-২৫ সালের তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনজন অনন্য নারী: সাইমা সুলতানা তেরেসা, হেড অফ প্রডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ড গ্রুপ।আয়শা রহমান, ডেপুটি ম্যানেজার, ( প্রোকিওরমেন্ট) ম্যারিকো বাংলাদেশ লিমিটেডআয়শা খাতুন অনন্যা, সিনিয়র এক্সিকিউটিভ, কালেকশন, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড । এক প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অতিথিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নারী নেতৃত্বের সম্মিলিত প্রভাবকে উদযাপন করেন।
এমএসএম / এমএসএম
প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন
স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন
'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা
রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত
ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন