শিবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ৩৪ কৃতি শিক্ষার্থী পেলো সম্মাননা

নরসিংদীর শিবপুরে বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’ এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন এবং শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি মোছা. ফারজানা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শিবপুর এবং জেলা শিক্ষা অফিস, নরসিংদী’র যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত পারফরমেন্সের ভিত্তিতে এই সম্মাননা অর্জন করেছে।
শিক্ষা বোর্ড কর্তৃক ফলাফল যাচাই-বাছাইয়ের পর মনোনীত এই কৃতি শিক্ষার্থীদের অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পেয়েছে ১০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষার্থীরা পেয়েছে ২৫ হাজার টাকা।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো:
সরকারি শহীদ আসাদ কলেজ থেকে সচিন কুমার বর্মন দূর্জয় ও মারজিয়া মুহসিনাত। সবুজ পাহাড় কলেজ থেকে আফসানা হোসেন ও মাহিয়া আক্তার। বর্ণমালা আইডিয়াল কলেজ থেকে মাহমুদুল হাসান অনিক, রুবাইয়া আশরাফ নিশা ও নুরুননবী ইউসুফ। শিবপুর মডেল কলেজ থেকে আব্দুল্লাহ ও আকাশ মিয়া। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে রবিউল ইসলাম রাহুল। শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল থেকে নউরীন নাবিলা। গুলেস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে রায়হানা আক্তার ইমা, মো. শহীদ মোল্লা, ইলমা আক্তার, ফাতেমাতুল মারজিয়া, ফারহান তানভীর ও মো. তানভীর রানা। কারারচর মৌ. তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যা: থেকে মাজেদুল হক নিলয় ও মেহেরুন নেছা ফাহিমা। পুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে শান্তা ইসলাম ঊর্মি ও রুবাইয়া আক্তার। দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মো. রিয়াদ হোসেন ভুইয়া। দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে কুহিনূর বেগম, বরকত উল্লাহ ভুইয়া ও আজিজুল হাসান। কুমরাদী দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে মিনজু সিনহা। জয়নগর দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে সাদিয়া খন্দকার, আব্দুল্লাহ ও সায়মা মালিহা। শরীফপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে মো. জায়েদ। এবং নরসিংদী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে মায়মুনা নাজিয়া মুন, মো. ইয়াকুব, মো. শাকিল মঙ্গল ও নুসরাত জাহান স্বপ্না।
এই সফল আয়োজন স্থানীয় শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
