ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্টোরেজ সল্যুশন্স চালু করল সার্ভিসিং২৪


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৩:২৬

ডিজিটাল জীবন-ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে স্টোরেজ সল্যুশন্স এর গুরুত্ব। বর্তমানে এটি প্রায় সব ধরনের আইটি সেবার সঙ্গেই সম্পৃক্ত। তবে স্টোরেজ প্রযুক্তি তুলনামূলক ব্যয়বহুল; তাই এটির ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করাটাও বেশ চ্যালেঞ্জিং।
এসব বিবেচনায়- ছোট ও মাঝারি পরিধির ব্যবসা প্রতিষ্ঠান (এসএমই), কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর, মিডিয়া প্রফেশনাল এবং গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আইটি স্টোরেজ মেইনট্যানেন্সে ব্যয় সাশ্রয়ী নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ সল্যুশন্স বা ‘ন্যাস’ নিয়ে এসেছে অন্যতম শীর্ষ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘সার্ভিসিং২৪’। 

সার্ভিসিং২৪-এর এই সল্যুশন এর বৈশিষ্ট্য হলো, তা- ভিডিও, ফটো ও ভারী গ্রাফিক্স কনটেন্ট সংরক্ষণের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য স্টোরেজ সিস্টেম প্রদান করবে, লোকাল ও ক্লাউড ভিত্তিক ব্যাকআপ সুবিধা দেবে — যাতে গুরুত্বপূর্ণ ডেটা সবসময় সুরক্ষিত থাকে, একাধিক সার্ভার-নির্ভর বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে হোম ইউজার পর্যন্ত  সকলের জন্য উপযোগী করে এটি তৈরি করা হয়েছে, সার্ভার কনফিগারেশন, ইনস্টলেশন ও সিস্টেম ইন্টিগ্রেশনে অভিজ্ঞ একটি টেকনিক্যাল টিম পূর্ণ সহায়তা দেবে এবং এসএমই ও মিডিয়া পেশাজীবীদের জন্য বিশেষভাবে এটি ডিজাইনকৃত যা সাশ্রয়ী ও ফ্লেক্সিবল। 

এ প্রসঙ্গে সার্ভিসিং২৪ এর সিইও নাসির ফিরোজ বলেন, “আমরা বিশ্বাস করি- চাহিদা অনুযায়ী প্রযুক্তির প্রাপ্যতা সবার জন্য নিশ্চিত করা উচিত। সার্ভিসিং২৪ বরাবরই ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী কাঠামোর মধ্যে উপযুক্ত আইটি সেবার আওতায় আনতে চেষ্টা করেছে। ব্যক্তিগত পর্যায়েও কনটেন্ট ক্রিয়েশন, ছবি-ভিডিও সম্পাদন, এআই অ্যাপ্লিকেশন এর ব্যবহার, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণসহ বিভিন্ন কাজে নির্ভরযোগ্য স্টোরেজ সল্যুশন্স এর প্রয়োজন হয়। তাই আমার এই সেবার চাহিদা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”  

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির নতুন এ সল্যুশন তৈরি করা হয়েছে ‘ট্রু-ন্যাস’, ‘প্রক্সমক্স’ ও ‘সেফ’ এর মতো ওপেন-সোর্স প্রযুক্তির মাধ্যমে, যা স্বল্প খরচে উচ্চমানের পারফরম্যান্স নিশ্চিত করে। ফলে এসএমই কিংবা ঘরে বসে কাজ করা পেশাজীবীদের উচ্চমূল্যের এন্টারপ্রাইজ সার্ভার এর ব্যয় ভোগান্তিতে পড়তে হবে না। সাধারণ হার্ডড্রাইভ বা কমার্শিয়াল ক্লাউড স্টোরেজ প্রায়ই  নিরাপত্তা, স্কেলেবিলিটি ও ব্যাকআপ সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে- তা থেকেও অনেকটা নিস্তার মিলবে।

এমএসএম / এমএসএম

প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন

স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন

'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ