ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সিলেটের কামাল অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চান


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:১০

প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর, দু'টি পাতা একটি কুঁড়ির দেশ, বাংলােেশর গুরুত্বপূর্ণ নগরী, আধ্যাত্মিক বিভাগ হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহঃ) ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট। এই শহরে জন্ম নিয়েছেন কত ক্ষণজন্মা কৃর্তিমান ব্যক্তি। কবি-সাহিত্যিক, কলামিষ্ট সাংবাদিক, দার্শনিক-গবেষক, সমাজসেবক, উদ্যোক্তা,গল্পকার, ঔপন্যাসিক-প্রাবন্ধিক, গীতিকার-নাট্যকার, বুদ্ধিজীবি-আইনজীবী, বাউল-ফকির ও মরমীসহ অনেক জ্ঞানীগুণী সুফিসাধক। কৃতকর্মের স্মৃতি রেখে অনেকই চলে গেছেন পরপারে। কিন্তু ইতিহাস তাদেরকে অমর করে রেখেছে। চিরদিন অমর থাকবেন এটাই চিরন্তন-চিরসত্য মানুষ তার কর্মগুণে স্মৃতিময় উজ্জলতার স্বর্ণ শিখরে আরোহন করে। কর্মী মানুষ সবাই হয় না, কেবল তারাই হয় যারা সমাজ সচেতন। এ ধরনের লোকেরা সমাজের, দেশের, জাতির অমূল্য সম্প। সেই গুণে গুণান্বিত তারুণ্যের অহংকার শাহজালালের পূণ্যভূমি সিলেট নগরীর হাউজিং এস্টেট ১১১নং বাসায় ০১/০১/১৯৯১ইং সালে জন্মগ্রহণ করেন মোঃ কামাল।

দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল। তিনি মোঃ বাবুল ও আফিয়া খাতুনের ৩য় সুযোগ্য সন্তান। সত্য, উদ্যমী, যুব সংগঠক, অভিনেতা ও মানবতার ফেরিওয়ালা মোঃ কামাল বলেন, আমার শত ব্যস্ততার মাঝেও আরেকটি কাজ হচ্ছে নবীন-প্রবীন, জ্ঞানী গুণীকে যথাযথ মূল্যায়ন করা। প্রবাদে আছে, যে গুণীজনকে সম্মান করেনা সে কখনও সম্মানীত হতে পারেনা। সে স্বল্প শিক্ষিত ও মধ্যবিত্ত ঘরের সন্তান হলে ও সে দেশে, সমাজে ও সাংস্কৃতিক অঙ্গণে সুপরিচিত। তিনি সিলেটের যোগ্য, দক্ষ একজন যুব সংগঠক ও অভিনেতা হিসেবে সবার কাছে জানাচেনা। সে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাকে অনেক সামাজিক সংগঠনগুলো থেকে সম্মাননা দেওয়া হয়েছে। দেশ, বিদেশ ও সামাজিক অঙ্গনে তার ভূমিকা উল্লেখযোগ্য। ৫ ভাই ও ১ বোনসহ অনেক আত্মীয়স্বজন রয়েছে। কামাল ২০০৮ সাল থেকে তার স্ব-উদ্যোগে সামাজিক ও মানবতার কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত অদ্যবধি দেশের বিভিন্ন সরকারী, বেসরকারী মিডিয়া টিভি চ্যানেলে সামাজিক কাজ, নাটক ইত্যাদি চর্চা ও প্রচার করে যাচ্ছেন। ২০১৩ সালে অভিনেতা ও যুব সংগঠক কামালের নিজ উদ্যোগে সমাজ কল্যাণমূলক দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে অত্যন্ত নিরলসভাবে কাজ যাচ্ছেন। তিনি ২০১৯ সালে জাতীয় শিশু একাডেমী ঢাকা থেকে শেরে বাংলা পদক লাভ করেন। ২০১৪ সালে মীম টিভি ইউ.এস.এ. কানাডা ভিক্তিক টিভি চ্যানেল থেকে সম্মাননা লাভ করেন। ২০১৩ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে সার্টিফিকেট ও সম্মাননা পদক পান। ২০১২ সালে প্রথম সম্মাননা পদক লাভ করেন। ২০২২ সালে আমবেলা পরিবেশ পদক লাভ ও ২০২৩ সালে পরিবেশের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পরিবেশ অ্যাওয়ার্ড লাভ করেন। ব্লাস্ট এনজিও থেকে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী নাটকের উপর পদক লাভ, ২০১৮ সালে মর্ডাণ একাডেমি গাছবাড়ী কানাইঘাট থেকে সম্মাননা পদক লাভ করেন ও ২০২৪ সালে জাতীয় যুব দিবসে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সিলেট জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক পদক লাভ করেন। এসব সামাজিক কার্যক্রমে মাধ্যমে মানুষের প্রেরণা যোগাবে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা