শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি'র মোবাইল অ্যাপ “ShahjalalTouchPay” চালু

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ৩০ জুলাই ২০২৫ তারিখে মোবাইল অ্যাপ “ShahjalalTouchPay” (শাহজালালটাচপে) চালু করেছে। ব্যাংকের গ্রাহকবৃন্দ এখন থেকে iOS ও Android উভয় প্ল্যাটফর্মে অ্যাপসটি ডাউনলোড করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবেন। আগামী ০৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে সকল গ্রাহক এই অ্যাপসটি গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যাংকের কোনো শাখায় না গিয়ে ঘরে বসে বিশ্বের যেকোনো জায়গা থেকে তার যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। ৩০ জুলাই ২০২৫ তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল অ্যাপ “ShahjalalTouchPay” (শাহজালালটাচপে) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মোঃ মশিউর রহমান চমক, জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মোঃ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুর ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার, সিএফও মোঃ জাফর ছাদেক, এফএসএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন।
ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এই নতুন মোবাইল অ্যাপে থাকছে গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজে ব্যবহার উপযোগী নানাবিধ সুবিধাসমূহ। গ্রাহকরা অ্যাপসটির মাধ্যমে আধুনিক ইন্টারফেস-সহ বিভিন্ন ধরণের কার্যকরী সুবিধাসমূহ যেমন, অ্যাকাউন্ট পরিচালনার জন্য রিয়েল টাইম অ্যাকাউন্ট, কার্ড ব্যালেন্স ও লেনদেনের ইতিহাস দেখা, ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে নিজ ব্যাংক ছাড়াও আরটিজিএস (RTGS), বিএফটিএন (BFTN) ও এনপিএসবি (NPSB) এর মাধ্যমে অন্য যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে দ্রুত ও সহজে টাকা পাঠানো, বিল পরিশোধের আওতায় ইউটিলিটি বিল, যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পরিশোধ এবং যেকোনো নম্বরে মোবাইল রিচার্জ করা, নিকটস্থ শাখা/এটিএম বুথের অবস্থান সহজে খুঁজে পাওয়া, শুধুমাত্র আঙুলে স্পর্শ করে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে নিরাপদে লগইন সুবিধা, এছাড়াও কিউআর কোড সুবিধা, বিকাশ ও নগদে টাকা ট্রান্সফার-সহ অসংখ্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে বিল পেমেন্ট এর সুবিধা পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, "শাহজালাল ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে সবসময় গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদান করে আসছে। আমরা আশা করছি এই ধারা অব্যাহত রাখতে নিজেদেরকে বিশ্বব্যাপী আধুনিকায়নের অগ্রযাত্রায় এই মোবাইল অ্যাপটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।"
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, "আমরা সবসময় চেষ্টা করি যাতে গ্রাহকরা সহজে, নিরাপদে এবং দ্রুত সেবা গ্রহণ করতে পারেন। এই উদ্যোগ আমাদের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। আমি বিশ্বাস করি, এই অ্যাপটি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড
