ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ১২:৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য সংশোধিত গঠনতন্ত্রের এমফিল ও  পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করায় নতুন করে বিতর্কে সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় অনুমোদিত গঠনতন্ত্রে বলা হয়েছে ৩০ বছর বয়সসীমার মধ্যে অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবে।
তবে,ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দাবি, গঠনতন্ত্রের প্রাথমিক অবস্থায় এমফিল ও পিএইচডি  অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে চবির সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত আলোচনা সভায় ছাত্র সংগঠন গুলো উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল শুধু নিয়মিত অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীদেরকেই ভোটার ও প্রার্থী করা হবে। সেই সিদ্ধান্ত উপেক্ষা করে আবারো সিন্ডিকেট এ এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে। এতে, কিছু নিদিষ্ট কাউকে সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃ্ত পরিবর্তন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 
এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রাহমান বলেন,"সমাজবিজ্ঞান অনুষদে শিক্ষার্থী ও প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচনে শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।কিন্তু, সিন্ডিকেটের অনুমোদিত গঠনতন্ত্রে সেই সিদ্ধান্ত উপেক্ষা করা হয়েছে।আমরা এখনো কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি তবে নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন কাদের খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তা জানানো উচিত। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.কামাল উদ্দিন বলেন,"বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত। তাই, তারা অংশগ্রহণ করতে পারবে। সমাজবিজ্ঞান অনুষদে গঠনতন্ত্রের খসড়া জমা দেয়ার সময় বিষয়টি বিস্তারিতভাবে খেয়াল করা হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তো ছাত্র সংসদের গঠনতন্ত্রে এমফিল পিএইচডি অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, সিদ্ধান্ত পরিবর্তনের আগে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের  মতামত নেয়া হয়নি,নতুন করে মতামত নিতে গেলে প্রক্রিয়াটি বিলম্বিত হতো এবং নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র জমা দেওয়া সম্ভব হতো না। না এখানে কাউকেই বিশেষ কোনো সুযোগ সুবিধা দেয়ার কোন উদ্দেশ্য নেই। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এমফিল ও পিএইচডি  ভর্তি হয়েছেন তারাই ভোটার ও প্রার্থী হতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয় থেকে এসে এমফিল বা পিএইচডি৷ ভর্তি হয়ে এখানে ভোটার বা প্রার্থী হতে পারবে না।

এমএসএম / এমএসএম

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান

নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার শিক্ষার্থীরা, মাত্র ৮ শতাংশ শিক্ষক জবিয়ান