ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঘুরে দাঁড়াচ্ছে খুলনার নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৫৫

জুলাই অভ্যুত্থানের পর নানা সংকটে পড়া খুলনার নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নেয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। জুলাই অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় পরিচালনায় অভ্যন্তরীণ জটিলতায় অগ্রগতি থমকে গিয়েছিল। তবে বর্তমানে সে জটিলতা কাটিয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি।

এক যুগ আগে ৩ জন শিক্ষক ও ৪৭৪ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগুতে স্বপ্ন দেখাচ্ছে নতুন ট্রাস্টি বোর্ড।

২০১৩ সালে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডে ছিলেন ১৮ জন সদস্য।  জুলাই অভ্যুত্থানের পর প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়টির অভিভাবকত্ব ফেলে পালিয়ে যান একাধিক সদস্য।

খোজ নিয়ে জানা যায়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে নানান প্রতিকূলতায় কাটলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। খুব শিঘ্রই নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মান কাজ শুরু হবে। এ নিয়ে শিক্ষার্থীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

আরো জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনজন পিএইচডিধারী শিক্ষক পাঠদান করছেন। তুলনামূলক বেশি শিক্ষার্থী ভর্তির হার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং , ব্যবসায় প্রশাসন ও আইন বিভাগে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাত হাজারের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর  ডিগ্রি অর্জন করে বের হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র-ছাত্রীর অনুপাত প্রায় সমান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একসময় বিশ্ববিদ্যালয় পরিচালনায় অভ্যন্তরীণ জটিলতায় অগ্রগতি থমকে গিয়েছিল। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, এস এম কামাল, শাহাবুদ্দিন মোল্লা সহ ৮ জন রাজনীতিবীদ- ব্যবসায়ী দীর্ঘদিন ট্রাষ্টি বোর্ডে থাকলেও তারা কোন দৃশ্যমান উন্নয়ন করতে পারেননি। এমনকি ৫ই আগষ্টের পর বোর্ড  চেয়ারম্যান সহ বেশ কিছু পরিবর্তন আসলেও নানান সমস্যায় ঘুরে দাড়াতে পারেনি  বিশ্ববিদ্যালয়টি। গত নভেম্বরে  দূর্নীতি, স্বজনপ্রীতি, ১২ বছরে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া, সমাবর্তন অনুষ্ঠিত না হওয়া সহ বেশ কিছু সমস্যার অভিযোগে শিক্ষার্থীরা ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নামে।  পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের বেশ কিছু সত্যতা প্রমান মিলে। তবে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: মিজানুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে অধ্যায়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে । আমরা তাদের কথা ভেবেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে সম্মিলিত চেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছি। বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তৈরি হয়নি। তবে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে। তিনি আরো বলেন, বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোন উন্নয়ন কাজ হয়নি। দূর্নিতির বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয় থেকে। তবে এখন আমরা বিশ্ববিদ্যালয়কে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হিসেবে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি পড়াশোনার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান বলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিকে আমরা উজ্জ্বল দৃষ্টান্তের দিকে নিয়ে যেতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের ওপর শিক্ষার্থীদের আস্থা বাড়াতে চাই। আমরা সকলে মিলে কাজ করছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার বলেন, চলমান সংকট নিরসণে আমরা কাজ করছি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি নিয়ে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মাথা তুলে দাঁড়াবে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা