ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৪:১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বিপ্লবী ছাত্র ঐক্য’ নামে একটি নতুন অরাজনৈতিক ছাত্র প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নতুন এ প্ল্যাটফর্মের আহ্বায়ক হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব এবং সদস্য সচিব হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিম মুশফিক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) নূরন্নবী সোহান, যুগ্ম সদস্য সচিব এস এইচ সোহেল এবং মুখ্য সংগঠক মশিউর রহমান সোহাগ।
সংগঠক হিসেবে আরও রয়েছেন— নূর ইকবাল সানি, উৎস মাহমুদ, শাকিবুর রহমান, ইশরাত জাহান ইয়ামিন, ত্বন্দ্বী চৌধুরী, মালিহা চৌধুরী, রাতুল বিন হোসাইন ও আশিক।
সংগঠনটির লক্ষ্য হিসেবে বলা হয়েছে— শিক্ষার পরিবেশ রক্ষা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা।
তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সেমিনার, পাঠচক্র, দাবিদাওয়া আদায়ে কার্যক্রম এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি।
সংগঠনের আত্মপ্রকাশের পেছনের কারণ ব্যাখ্যা করে আহ্বায়ক তাহসান হাবিব বলেন, “আমরা স্বৈরশাসনের সময় ছাত্র রাজনীতির নানা নেতিবাচক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমি সেগুলোকে প্রকৃত ছাত্র রাজনীতি বলি না। ২০২৪ সালের ছাত্র গণআন্দোলনের পর আমাদের অন্যতম দাবি ছিল, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখেছি, ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শক্তিশালী কোনো অরাজনৈতিক সংগঠন নেই। এই শূন্যতা থেকেই আমাদের এই যাত্রা শুরু।”

এমএসএম / এমএসএম

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল