চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বিপ্লবী ছাত্র ঐক্য’ নামে একটি নতুন অরাজনৈতিক ছাত্র প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নতুন এ প্ল্যাটফর্মের আহ্বায়ক হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব এবং সদস্য সচিব হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিম মুশফিক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) নূরন্নবী সোহান, যুগ্ম সদস্য সচিব এস এইচ সোহেল এবং মুখ্য সংগঠক মশিউর রহমান সোহাগ।
সংগঠক হিসেবে আরও রয়েছেন— নূর ইকবাল সানি, উৎস মাহমুদ, শাকিবুর রহমান, ইশরাত জাহান ইয়ামিন, ত্বন্দ্বী চৌধুরী, মালিহা চৌধুরী, রাতুল বিন হোসাইন ও আশিক।
সংগঠনটির লক্ষ্য হিসেবে বলা হয়েছে— শিক্ষার পরিবেশ রক্ষা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা।
তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সেমিনার, পাঠচক্র, দাবিদাওয়া আদায়ে কার্যক্রম এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি।
সংগঠনের আত্মপ্রকাশের পেছনের কারণ ব্যাখ্যা করে আহ্বায়ক তাহসান হাবিব বলেন, “আমরা স্বৈরশাসনের সময় ছাত্র রাজনীতির নানা নেতিবাচক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমি সেগুলোকে প্রকৃত ছাত্র রাজনীতি বলি না। ২০২৪ সালের ছাত্র গণআন্দোলনের পর আমাদের অন্যতম দাবি ছিল, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখেছি, ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শক্তিশালী কোনো অরাজনৈতিক সংগঠন নেই। এই শূন্যতা থেকেই আমাদের এই যাত্রা শুরু।”
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা