ঢাকা জেলা প্রশাসক এর পক্ষ থেকে
মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

রাজধানীর মিরপুরে ওয়াকফ্ এস্টেট প্রশাসিত হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার শরীফের মালিকানাধীন জমি ও মূল সড়কে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত অস্থায়ী পাইকারী কাঁচাবাজার ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপণাগুলোকে আগামী ১৫ দিনের ভিতর অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন।
গত ২৯/০৭/২০২৫ তারিখে সুলতানুল আউলিয়া হযরত বাগদাদী (রহ.) মিরপুর মাজার শরীফ ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে তানভীর আহমেদ স্বাক্ষরিত (জেলা প্রশাসক ঢাকা ও অফিসিয়াল মোতাওয়াল্লিও মিরপুর মাজার শরীফ ) স্মারক:মিমা/উচ্ছেদ/৭৪৫/(১-১১)/১১৪৭৫/২৫
বিষয় উল্লেখ করা আছে অস্থায়ী মাটি ভাড়ার আদেশ বাতিল প্রসঙ্গে এবং স্মারক:মিয়া/উচ্ছেদ/৭৪৫/(১-১১)/১১৪৭৬/২৫ বিষয় হিসেবে উল্লেখ করা আছে উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল প্রসঙ্গে।
নোটিশ সূত্র আরো জানা যায়,সুলতানুল আউলিয়া হযরত বাগদাদী (রহ.) মিরপুর মাজার শরীফ ওয়াকফ এস্টেটের মালিকানাধীন জহুরাবাদ মৌজার মহানগর দাগ নং- ৮৫০৫ এর ১.২৮ একর ভূমিতে পার্কিং এর জন্য পূর্বনির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের পরিবর্তে কোন প্রকার উন্মুক্ত বিজ্ঞপ্তি ও ইজারা প্রক্রিয়া ছাড়াই জনৈক মো: সাইফুল ইসলাম, পিতা: আঃ জলিল, ঠিকানাঃ ৪০৩/এ, ৩য় কলোনী, লালকুঠি বাজার, মিরপুর-১, দারুসসালাম, ঢাকা এবং মো: শাহজাহান, ঠিকানা: উত্তর বিশিল, ঢাকা-১২১৬-কে গত ২৩/০১/২০২২ খ্রি. তারিখের মিমা/অস্থায়ী মাটি ভাড়া/৭৪৫/(১-৫)/১০৪০৭/২২ নং স্মারকে 'মাটি ভাড়া' প্রদানের আদেশ জারি করা হয়। উক্ত সময়ে মাজার কমিটির সভাপতি ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রাক্তন এমপি, সদস্য-সচিব স্থানীয় আওয়ামী লীগের সেক্রেটারি ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ দলীয় কমিটি সদস্যদের সাথে উল্লিখিত ব্যক্তিদ্বয়ের যোগসাজসে উন্মুক্ত বিজ্ঞপ্তি এবং ইজারা পদ্ধতি অনুসরণ ব্যতীত অন্যায়ভাবে এই আদেশ প্রদান করা হয় মর্মে প্রতীয়মান হয়। উক্ত আদেশ প্রাপ্ত হয়ে মো: সাইফুল ইসলাম গং জামানতের সিংহভাগ অর্থ অপরিশোধিত রেখেই অন্যান্য অবৈধ দখলদারদের সাথে যোগসাজসে জোরপূর্বক এক-তৃতীয়াংশ ভূমি দখল করে নেয় এবং অদ্যাবধি অবৈধ দখলে রেখেছে। তারা নানা অজুহাত দেখিয়ে অবশিষ্ট জামানত কিংবা কোন প্রকার ভাড়া পরিশোধ করেন নি; এমনকি দখলীয় ভূমির কোন ভাড়াও পরিশোধ করেন নি। অন্যদিকে বিভিন্ন ব্যক্তিকে দোকান/স্পেস দেয়ার নামে প্রতারণা ও অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রয়াস পাচ্ছেন। 'মটি ভাড়া'র নামে এবং অবৈধ দখলের মাধ্যমে ব্যক্তি বিশেষকে অন্যায় সুবিধা প্রদানের সুযোগে উক্ত স্থানে অপরিকল্পিতভাবে অবৈধ দোকান/ব্যবসা, ইত্যাদি স্থাপিত হয়ে উক্ত এলাকা/রাস্তায় যানজট, অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখা দিয়েছে এবং মাজারের অতি মূল্যবান জমি বেহাত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (উচ্ছেদযোগ্য) মাটি ভাড়ার এই আদেশের শর্তসমূহের ৫নং শর্ত অনুসারে মাজার শরীফের প্রয়োজনে কর্তৃপক্ষ যে কোন সময় এই আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
এমতাবস্থায়, মাজারের অতি মূল্যবান সম্পত্তি রক্ষা, যথাযথ প্রক্রিয়া ব্যতীত ব্যক্তি স্বার্থে প্রদত্ত অন্যায় আদেশ বাতিল, অবৈধ দখল উচ্ছেদসহ সুষ্ঠু মাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২৩-০১-২০২২ খ্রি. তারিখের মিমা/অস্থায়ী মাটি ভাড়া/৭৪৫/১-৫)/১০৪০৭/২২ নং স্মারকের আদেশটি এতদ্বারা বাতিল করা হলো। জনাব মো: সাইফুল ইসলাম, পিতা: আঃ জলিল, ঠিকানাঃ ৪০৩/এ, ৩য় কলোনী, লালকুঠি বাজার, মিরপুর-১, দারুসসালাম, ঢাকা এবং মো: শাহজাহান, ঠিকানা: উত্তর বিশিল, ঢাকা-১২১৬ -কে তদকর্তৃক অবৈধ দখলীয় ভূমি বিবেচনায় দৈনিক ২৫,০০০/- টাকার এক-তৃতীয়াংশ ৮৩৩৩/- টাকা হিসেবে (১২৮২ দিন X ৮৩৩৩/-)= ১,০৬,৮২,৯০৬/- টাকা এবং উহার সাথে ১০% বিলম্ব-ফি ১০,৬৮,২৯০/- টাকা; সর্বমোট ১,১৭,৫১,১৯৬/- (এক কোটি সতেরো লক্ষ একান্ন হাজার একশত ছিয়ানব্বই) টাকা, তন্মধ্য হতে জামানত বাবদ জমাকৃত ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা সমন্বয়পূর্বক ৬৭,৫১,১৯৬/- (সাতষট্টি লক্ষ একান্ন হাজার একশত ছিয়ানব্বই) টাকা আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে মাজার বরাবর পরিশোধ করে অবৈধ দখলীয় ভূমি সম্পূর্ণ খালি/ স্থাপনা/মালামাল অপসারণের জন্য বলা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় ।
ইতিমধ্যে কাঁচা বাজার টিকিয়ে রাখতে একাধিক ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয় । ব্যবসায়ীদের উপস্থিতি নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা । সরকারের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী ।
বিস্তারিত নিয়ে আসছি পরবর্তী নিউজে -
এমএসএম / এমএসএম

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে
