ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

জয়পাড়া বাজার ব্রিজ : বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ার আশংকা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ১২:১০

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারসংলগ্ন ৯০ মিটার দীর্ঘ ব্রিজটির ভেঙে পড়ার আশংকা দেখা দিয়েছে। নিয়মিত বালুবাহী বাল্কহেডের ঘর্ষণ ও ধাক্কায় ভেঙে গেছে ব্রিজের পিলারের উপরের অংশ। এতে চরম ঝুঁকিতে পড়েছে সেতু দিয়ে চলাচলকারী বাজার এবং আশপাশের প্রায় অর্ধলক্ষাধিক জনসাধারণ। তেমন কোনো প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। কারণ, বাল্কহেড মালিক ও বালু বিক্রেতারা প্রভাবশালী। তারা বলছেন, প্রশাসন সব জানে।

জয়পাড়া বাজারের ব্যবসায়ী আহসান সুমন বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ বার বাল্কহেড বালু নিয়ে যাতায়াত করে। এতে  বাজার সেতুটি ভেঙে যাচ্ছে। সেতুর নিচে স্বল্পস্থান দিয়ে যাওয়ার সময় প্রায়ই আটকে যায় বাল্কহেড। সেতুতে নিয়মিত সেতুতে ঘষা লাগে। ভেঙে পড়ার আশংকা দিয়েছে ব্রিজটি। আর আমদের বিকল্প যোগাযোগ ব্যবস্থাও নেই। সেতুটি ইতিপূর্বে সংস্কার করা হলেও এখন প্রয়োজন নতুন আরেকটি প্রশস্ত সেতু নির্মাণের। একই সাথে নতুন করে সেতুটি সংস্কারের দ্রুত দাবি জানাচ্ছি। আর বাল্কহেড চলাচল অবিলম্বে বন্ধ করা হোক। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, হিলসামারি নদী খ্যাত জয়পাড়া খাল দিয়ে প্রতিদিন বালু পরিবহনকারী কয়েকটি বাল্কহেড দিনে প্রায় ১৫ থেকে ২০ বার ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করে। পানিতে তীব্র স্রীত থাকায় যাতায়াতের সময় নিয়মিত ব্রিজের পিলারে ধাক্কা দেয়। এতে মাঝের পিলারের উপরের সংযোগস্থলে বড় রকমের ফাটল ও আস্তর খসে পড়ার জন্য ভাংঙন দেখা দিয়েছে। ব্রিজটি সংরক্ষণের জন্য এরপর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। কিন্ত নিচ দিয়ে ঠিকই বালুবাহী, পণ্যবাহী, পিকনিকের ট্রলার যাতায়াত করছে। আর বালুবাহী বাল্কহেডগুলো আকারে বড় হওয়ায় ও তীব্র স্রোত ও গতির জন্য সব সময় ধাক্কা মারছে বা ঘষা দিচ্ছে। এতে মাঝের পিলারসহ আশপাশের প্রতিটি পিলারে ঘষা লেগে পলেস্তার‍া খসে পড়ছে। 

সেতুটি ভেঙে পড়ার আগেই ভেঙে যাওয়া পিলার ও ফাটল মেরামতের দাবি জানিয়েছেন জয়পাড়া পূর্ব বাজার ও জয়পাড়া বাজার বহুমুখী সমিতির ব্যবসায়ীরা। জয়পাড়া বাজার বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি বলেন, এ বিষয়ের কেউ আমাদের কিছু জানায়নি বা আমরা জানি না। এমন কিছু হলে আমরা উপজেলা ইঞ্জিনিয়ার ও পৌরসভার ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানাব, যাতে তারা ব্রিজটি মেরামত করে দেয়। 

বাল্কহেড মালিক মায়মুনা এন্টারপ্রাইজের জহিরুল বলেন, আমরা অনুমতি নিয়েছি। কিভাবে নিয়েছেন জানতে চাইলে বলেন, অন্যরা যেভাবে নেয়, আমরাও সেভাবে নিয়েছি। আমরা মাটি কেটে আনি না, আমরা মাটি কিনে এনে তারপর বিক্রি করি। আর এর থেকে বেশিকিছু জানতে চাইলে আমাদের যে সভাপতি আছেন বশির আহাম্মেদ ভাই তার সাথে কথা বলেন। 

বাল্কহেড ব্যবসায়ীদের সভাপতি বশির আহাম্মেদের কাছে অনুমতির বিষয়ে জানতে চাই তিনি জানান, আমরা অনুমতি নেইনি। বাল্কহেড ব্রিজের নিচ দিয়ে যাওয়ার কারণে ধাক্কা লাগছে এমন কোনো ঘটনা আমরা জানি না বা শুননিওনি। বাল্কহেডের ধাক্কায় ব্রিজের রড বেরিয়ে গেছে সে বিষয় আমি দেখব, এমন কিছু হলে আমরা বাল্কহেড চালানো বন্ধ করে দেব।

ওই স্থানে আরেকজন বাল্কহেড ব্যবসায়ী মাহবুবুর রহমান রেগে বলেন, বালুমহ‍ালের কোনো বাল্কহেড অবৈধ নয়, সব বাল্কহেড বৈধ। আমাদের কাগজপত্র করা আছে। তাই আমরা বৈধভাবেই বাল্কহেড চালাচ্ছি। তবে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমরা অনুমতি নেইনি।

দোহার উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা হলে তিনি রেগে গিয়ে বলেন, আপনারা কি আমাকে ছুটির দিনেও ছুটি নিয়ে থাকতে দেবেন না? খালি ঝামেলা করেন। কেন আপনাদের শুক্রবারই তথ্য জানতে হয়, অন্য দিন কী করেন? এরপর তিনি বলেন, আমরা ব্রিজের রড বেরিয়ে গেছে সে বিষয়টি শুনেছি কিন্তু বাল্কহেড তো আমরা নিয়ন্ত্রণ করি না। এটা নিয়ন্ত্রণ করে পুলিশ, আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। আমাদের কেন জিজ্ঞাসা করেন।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির কাছে জানতে চাইলে তিনি বলেন, মাটি কেটে এনে বিক্রি করছে এবং বাল্কহেডের ধাক্কায় জয়পাড়া সেতুর সমস্যা হচ্ছে, এ বিষয়ে আমরা কিছু জানি না। তাই আমরা সরেজমিনে গিয়ে দেখব এবং তারপর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি