ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

তারা ভুয়া ছবি বিশ্বাস করে অপমান করছে : মেহজাবীন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৫ রাত ৮:৫৮

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের শিকার দেশের নারী ও শোবিজ অঙ্গন। দিনের পর দিন ছবি বিকৃত ও ডিপফেইকের ঘটনা বাড়ছে। ফলে একরকম বিভ্রান্তিকর অবস্থা ও হেনস্তার মতো পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। এবার তা নিয়ে সরব হলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই এর অপব্যবহারে কীভাবে নারীদের, বিশেষ করে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করা হচ্ছে- তা নিয়েই কথা বলেছেন মেহজাবীন। এছাড়াও এ ধরণের কর্মকাণ্ডকে সরাসরি ডিজিটাল সহিংসতা বলেও অভিহিত করেন অভিনেত্রী। 
বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে মেহজাবীন উল্লেখ করেছেন, ‘প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী, কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই।’
ভুল মানুষের হাতে এআই ভয়ংকর কিছু উল্লেখ করে মেহজাবীন লেখেন, ‘এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।’
এআই এর কারণে বিভ্রান্তিকর ঘটনা ঘটছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন মানুষদের সংখ্যা বাড়ছে, যারা সারাদিন ধরে শুধুই এসব করে বেড়ায়। তারা ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ।’
অপব্যবহারকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান মেহজাবীন। এ প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘এই ধরণের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায়। এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার। আমাদের দরকার কঠোর আইন, শক্ত প্রতিরোধ, আর জনসচেতনতা। যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।’
শেষে অভিনেত্রী উল্লেখ করেন, ‘আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই— বিশেষ করে নারীদের জন্য—একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে।’

 

 

Aminur / Aminur

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

রাগিনী এমএমএস থ্রি’র নায়িকা তামান্না ভাটিয়া, থাকছে চমক!

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

‘উত্তরণ’ নাটকের ৩৪ তম প্রদর্শন

ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

‘আমার জীবনের পুরুষরা’— ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে স্ট্যাটাস বাঁধনের