তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ : কিয়ারা

নতুন অতিথি আসার পর থেকেই যেন অন্য এক জগতে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। গত ১৫ জুলাই তার আর অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।
বর্তমানে মাতৃত্বের এই নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন এই দম্পতি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই আনন্দই ভাগ করে নিলেন অভিনেত্রী। কিয়ারা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করেন।
সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিনেত্রী তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করছেন। তার এই ছোট্ট বার্তাটি মুহূর্তে মন ছুঁয়ে গেছে ভক্তদের।
সদ্য মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার ৩৪তম জন্মদিন। সেদিনও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’ তার এই পোস্ট থেকেও মাতৃত্বের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে হয়। এরপর থেকেই তাদের ভক্তরা এই তারকা দম্পতির জীবনে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কিয়ারা কাজ থেকে বিরতি নিয়েছিলেন এবং নিজের মাতৃত্বকালীন সময়টি পুরোপুরি উপভোগ করেছেন।
এমনকি কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে সবার নজর কেড়েছিলেন তিনি। সামনেই মুক্তি পাবে হৃতিক রোশনের সঙ্গে তার নতুন ছবি 'ওয়ার ২'। মা হওয়ার পর এটাই হতে চলেছে কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
Aminur / Aminur

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

রাগিনী এমএমএস থ্রি’র নায়িকা তামান্না ভাটিয়া, থাকছে চমক!

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

‘উত্তরণ’ নাটকের ৩৪ তম প্রদর্শন

ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!
