তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ : কিয়ারা
নতুন অতিথি আসার পর থেকেই যেন অন্য এক জগতে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। গত ১৫ জুলাই তার আর অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।
বর্তমানে মাতৃত্বের এই নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন এই দম্পতি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই আনন্দই ভাগ করে নিলেন অভিনেত্রী। কিয়ারা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করেন।
সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিনেত্রী তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করছেন। তার এই ছোট্ট বার্তাটি মুহূর্তে মন ছুঁয়ে গেছে ভক্তদের।
সদ্য মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার ৩৪তম জন্মদিন। সেদিনও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’ তার এই পোস্ট থেকেও মাতৃত্বের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে হয়। এরপর থেকেই তাদের ভক্তরা এই তারকা দম্পতির জীবনে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কিয়ারা কাজ থেকে বিরতি নিয়েছিলেন এবং নিজের মাতৃত্বকালীন সময়টি পুরোপুরি উপভোগ করেছেন।
এমনকি কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে সবার নজর কেড়েছিলেন তিনি। সামনেই মুক্তি পাবে হৃতিক রোশনের সঙ্গে তার নতুন ছবি 'ওয়ার ২'। মা হওয়ার পর এটাই হতে চলেছে কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
Aminur / Aminur
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?
‘আমার সন্তানদের রেহাই দিন’
এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?