ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বহুমুখী প্রতিভার অনন্য নাম হেদায়েত উল্লাহ তুর্কী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৪:২৭

বাংলাদেশের বিনোদন অঙ্গনে এক অনন্য নাম মো. হেদায়েত উল্লাহ তুর্কী। পেশাগত জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হলেও, তিনি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য রচনা, বিজ্ঞাপন নির্মাণসহ নানামুখী সৃজনশীলতায় ব্যস্ত সময় পার করেন।

টেলিভিশনে তার যাত্রা শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'চাওয়া পাওয়া'-এর মাধ্যমে, যেখানে তিনি 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' গানের মডেল হয়েছিলেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক 'সেন্টিমেন্টাল সেলিম' দিয়ে তার নাটকে অভিষেক ঘটে। ইতোমধ্যে চার শতাধিক একক ও পঞ্চাশটিরও বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

ওয়েব সিরিজেও তিনি সমানভাবে প্রশংসিত। শাহীন সুমনের 'গ্যাংস্টার' ও 'মাফিয়া' ওয়েব সিরিজ দিয়ে শুরু হওয়া এই যাত্রায় সম্প্রতি আলোচিত চলচ্চিত্র 'তান্ডব'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সৈকত নাসিরের 'সুলতানপুর' দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করে একে একে অভিনয় করেছেন 'জামদানী', 'ডাইরেক্ট অ্যাটাক', 'প্লানার', 'কর্পোরেট', 'তবুও ভালোবাসি', 'স্বপ্নের ফেরিওয়ালা', 'রহস্য', 'সত্যের ভাত নেই', 'ভালোবাসার ঘর', 'দ্বিতীয় মাসহ' অসংখ্য ছবিতে। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সরকারি অনুদানের সিনেমা 'দেনা পাওনা'-এর শুটিং।

শুধু অভিনয় নয়, বিজ্ঞাপন জগতেও তিনি সমান জনপ্রিয়। সিটি গ্রুপের 'তীর', 'সাফা চিনিগুড়া চাউল', মালয়েশিয়ার 'ফলোমি' ব্র্যান্ডের কসমেটিকস, 'ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস', 'নিটল টাটা'সহ পনেরোটি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন। ঢালিউডের বিউটি কুইন অপু বিশ্বাসকে নিয়ে প্রথম বিজ্ঞাপন নির্মাণ করে তিনি একে একে আরও বারোটি বিজ্ঞাপন তৈরি করেছেন। বর্তমানে তিনি 'মিশন মাগুরা' ও 'ঘরের শত্রু বিবিজান' ধারাবাহিক নাটক নির্মাণে ব্যস্ত।

একজন নাট্যকার হিসেবেও তুর্কীর অবদান অসামান্য। 'গার্লস কলেজের দারোয়ান', 'প্রবাসীর বিয়ে', 'মিনিস্টারের ভাতিজা', 'লুকোচুরি প্রেম'সহ শতাধিক নাটক রচনা করেছেন। নাটকের গান লেখার পাশাপাশি তিনি নিজ কণ্ঠেও গান পরিবেশন করেছেন।

উপস্থাপক হিসেবেও তার সাফল্য রয়েছে। এসএ টেলিভিশনে তার রচনা ও উপস্থাপনায় 'গরীবের দুয়ারে হাতির পা' অনুষ্ঠানটি ছিল তুমুল জনপ্রিয়। এনটিভির প্রথম ও একমাত্র কমেডিভিত্তিক রিয়েলিটি শো 'হাশো'-এর গুরুমা ও ক্রিয়েটিভ হেড ছিলেন তিনি। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন 'ফেস অব এশিয়া', 'মিস প্লাস', 'বিউটি কুইন বাংলাদেশ' সহ বেশ কয়েকটি রিয়েলিটি শোতে।

খেলাধুলাতেও রয়েছে তার পরিচিতি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সাবেক খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন ও আন্তর্জাতিক তায়কোন্দো অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদে।

শিক্ষাজীবনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স, এনআইটি থেকে সিএসই, বিআইএম থেকে এইচআরএম-এ জিডি সম্পন্ন করে বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

অভিনয়, নির্মাণ, গান, উপস্থাপনা, লেখা, খেলাধুলা—সবখানেই সমান দক্ষতায় ছাপ রেখে যাওয়া মো. হেদায়েত উল্লাহ তুর্কী আজ বিনোদন দুনিয়ায় এক অনন্য নাম। তার বহুমুখী প্রতিভা ও অবিরাম পরিশ্রম বিনোদন অঙ্গনে ইতোমধ্যেই তাকে উচ্চ আসনে বসিয়েছে, এবং এই যাত্রা চলমান।

এমএসএম / এমএসএম

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

রাগিনী এমএমএস থ্রি’র নায়িকা তামান্না ভাটিয়া, থাকছে চমক!

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

‘উত্তরণ’ নাটকের ৩৪ তম প্রদর্শন

ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

‘আমার জীবনের পুরুষরা’— ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে স্ট্যাটাস বাঁধনের