কয়রায় বিএনপি নেতা বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাত ইউনিয়েনের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়জিদ হোসেন বাচ্চু প্রধান অতিথি ছিলেন।
সোমবার (১১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় কয়রা উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়জিদ হোসেন বাচ্চু বলেন, আমি দীর্ঘ ১৮ বছর নিউইয়র্কে নির্বাসিত জীবনযাপন করেছি। নিউইয়র্ক থেকে খুলনা জেলা বিএনপির সকল প্রকার আন্দোলন সংগ্রামের ও সভা সমাবেশে সহযোগিতা করে আসছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়রা— পাইকগাছায় এমপি প্রার্থী হিসেবে মনোনীত করলে কয়রা ও পাইকগাছার উন্নয়নে কাজ করব। গত ২৫ বছরে কোন এমপি কয়রা ও পাইকগাছায় যে উন্নয়ন না করতে পারেনি। দীর্ঘ দিন যাবত কয়রা ও পাইকগাছাবাসী নদী ভাংগনসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। দল মনোনয়ন দিলে তিনি ইনশাআল্লাহ নির্বাচিত হলে অনুন্নত কয়রা ও পাইকগাছার মানুষের জন্য উন্নয়ন কাজ করব। অবহলিত কয়রাকে আধুনিকায়নে কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। আঠারো মাইল থেকে কয়রার সড়কের সম্প্রসারনসহ উন্নয়ন কাজ করা হবে। কয়রার সাত উপজেলায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বিএনপি নেতা বাচ্চু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনিত করলে এতো দিন জামাত— আওয়ামী লীগর এমপিদের কাছে যে প্রত্যাশা পুরন না হয়েছে আমি একে একে তাদের সকল প্রত্যাশা পূরন করব।
মানববন্ধনে তিনি কয়রা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ অতি সত্বর প্রত্যাহারের জন্য বিএনপির নিতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন। সর্বপরি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট কয়রার সকল শ্রেনী পেশার মানুষের প্রানপ্রিয় মানুষ বাবুলকে দলের স্বপদে বহালের জোর দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, কয়রা ও পাইকগাছার কিছু কুচক্রী মহলের ভুল তথ্যের ভিত্তিতে বাবুলকে দলের উর্ধতন নেতৃবৃন্দ বহিষ্কার করেছেন। কুচক্রী মহলের কারনে অত্র এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
বিএনপি নেতা বাচ্চু বলেন, গত ১৭ বছর তারা বিদেশে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে রেমিট্যান্স বন্ধসহ সকল আন্দোলনে নানা ভাবে অংশ নিয়েছি। দেশে এবং খুলনা জেলা বিএনপির সকল সভা সমাবেশে আর্থিকসহ নানা সহযোগিতা করেছি।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে একটি মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। কয়রা বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় সদস্য সচিব নুরুল আমিন বাবুলসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা হয়। মামলার পর তিনি পলাতক ছিলেন। এ অবস্থায় খুলনা নগরীর বয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিলো খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫