ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট বিভাগের ১৯টি আসনে ৫ দলের প্রার্থী হচ্ছেন যারা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৩-৮-২০২৫ দুপুর ৪:১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে দেশের প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো।  ইতোমধ্যে ৫টি রাজনৈতিক দল সিলেটের ১৯টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। তারমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস তাদের মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রার্থী তালিকায় দেখা গেছে, জনগণের চাহিদা, তৃণমূলের মতামত এবং সম্ভাব্য জয়ী প্রার্থীদের প্রাধান্য দিয়ে মনোনয়ন দিয়েছে দলগুলো। পুরনো ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন এবং তরুণ মুখের উপস্থিতিও রয়েছে। অন্যদিকে প্রবাসী নেতাদেরও প্রার্থীতায় সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে তরুণ ভোটারদের মন জয় করতেই দলগুলো কৌশলগতভাবে এই পরিবর্তন এনেছে। দলগুলো বলছে, সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণার পরপরই প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। রাজনৈতিক মাঠ ইতোমধ্যেই গরম হয়ে উঠেছে, এবং বিভিন্ন জেলায় নির্বাচনী শোডাউন শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সিলেট বিভাগে সবার আগে জামায়াতেই তাদের প্রার্থী ঘোষণা করে। সিলেট মহানগর জামায়াতের অফিসে আয়োজিত এক সভায় সিলেটের ৬, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।
সিলেট-১ আসনে প্রার্থী করা হয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে, সিলেট-২ আসনে অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়।
সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে মুহাম্মদ শামসউদ্দীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়।
হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ আসনে জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করা হয়। মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রবকে প্রার্থী নির্বাচিত করা হয়।
খেলাফত মজলিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।
সিলেট- ১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান , সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে দলটির কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫  আসনে জেলা খেলাফতের উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফতের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে খেলাফতের দেয়ালঘড়ি প্রতিকের প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা খেলাফতের সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির খেলাফতের প্রার্থী হিসাবে দেয়ালঘড়ি প্রতিকে লড়বেন।
মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন কাতার শাখা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ,  মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি,  হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা খেলাফতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে দলীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন।

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৭টি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে সিলেট জেলার ৫টি আসনে প্রার্থী রাখা হয়েছে, সিলেট-২ আসনে মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ আলী, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা থেকে ৫ জন প্রার্থী নির্বাচন করবে, যাদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-৫ আসনে নুরুল হক রয়েছেন।
মৌলভীবাজার থেকে তিন আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে; মৌলভীবাজার-১ এ মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ এ মাওলানা জামিল আহমদ আনসারী এবং মৌলভীবাজার-৪ এ মাওলানা শেখ নূরে আলম হামিদী।
হবিগঞ্জ জেলার ৪টি আসনে প্রার্থী রয়েছেন মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী (হবিগঞ্জ-১), মাওলানা এখলাছুর রহমান রিয়াদ (হবিগঞ্জ-২), মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল (হবিগঞ্জ-৩) ও মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী (হবিগঞ্জ-৪)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিভাগের মধ্যে কেবলমাত্র সিলেট-১ ও হবিগঞ্জ-২ আসনে দলটির পক্ষ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। শনিবার (৯ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রার্থী ঘোষণার তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
প্রার্থীরা হলেন, সিলেট-২ আসনে আমির উদ্দিন, সিলেট-৩ আসনে রেজওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-৪ আসনে সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে রেজাউল করীম আবরার ও সিলেট-৬ আসনে আজমল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে শহিদুল ইসলাম পলাশী ও সুনামগঞ্জ-৫ আসনে আকবর সিদ্দিকী, হবিগঞ্জ-১ আসনে তাজুল ইসলাম, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল ও হবিগঞ্জ-৪ আসনে আলী আকবর সিদ্দিকী, মৌলভীবাজার-১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ আসনে আবদুল কুদ্দুস, মৌলভীবাজার-৩ আসনে এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার-৪ আসনে সালাহ উদ্দিন।
বাংলাদেশ খেলাফত মজলিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১১টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন ঢাকাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির, শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সিলেট বিভাগের ১১টি আসনে প্রার্থীরা হচ্ছেন, সিলেট-১ মাওলানা ফখরুল ইসলাম, সিলেট-৪ মাওলানা আবুল হাসানাত জালালী, সিলেট-৫ মাওলানা রেজাউল করিম জালালী, সুনামগঞ্জ-২ মাওলানা নুর উদ্দীন আহমদ, সুনামগঞ্জ-৩ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ-৪ মুফতি আজিজুল হক, সুনামগঞ্জ-৫ মাওলানা সাদিক সালিম, মৌলভীবাজার-১ মাওলানা সাইফুল ইসলাম, মৌলভীবাজার-২ মাওলানা আবুল কালাম আজাদ, মৌলভীবাজার-৪ মো. জয়নাল আবেদিন এবং  হবিগঞ্জ-৩ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন

শালিখায় সিটি ব্যাংকের অর্থায়নে গাছের চারা বিতরণ

নড়াইল-১ আসনের তৃণমূলে কাজ করে জনপ্রিয়তা পাচ্ছেন জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে জব্দকৃত ৮৫ বস্তা টিএসপি সার ধ্বংস করলো প্রসাশন

সিলেট-৬ আসনে বিএনপিতে নয়-জামায়াতে এক, প্রচারণায় আছেন অন্য দলের প্রার্থীরা

পাঁচ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী র‍্যাবের হাতে আটক

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেনঃ কর্ণেল অলি

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে মাঠ প্রস্তুত করেছেন জহুরুল

হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দূর্গাপূজা উৎসবমুখর করতে পূজা কমিটির সাথে বাঁশখালী জামায়াতের মতবিনিময় সভা