ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নানা আয়োজনে বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৫১

নেত্রকোনার বারহাট্টায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে বারহাট্টা শ্রী শ্রী মদনমোহন আশ্রমের আয়োজনে আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মদনমোহন আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণেশ পাল, শ্রী শ্রী মদন মোহন সেবাঙ্গন আশ্রমের সাবেক সভাপতি সুধীন্দ্রসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নারী-পুরুষ। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা নেচে-গেয়ে এই শোভাযাত্রা উদযাপন করেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কাজেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তারা বলেন, 'আমরা অত্যাচারীর বাংলাদেশ চাই না, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আপনি-আমি সবাই মানুষ, হিন্দু-মুসলিম আমরা সকলে ভাই ভাই। আমরা কেউ সংখ্যালঘু নই, সকলেই আমরা সংখ্যাগুরু।' এ সময় বক্তারা সকল সম্প্রদায়ের ব্যক্তিদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান।

হিন্দু পুরাণ অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো, যখন পাশবিক শক্তি ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ