ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রবাসীদের সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৪৪

 টাঙ্গাইলে মালয়েশিয়া কোম্পানি ও প্রবাসী শতাধিক শ্রমিকদের ৫ লক্ষ ৫৬ হাজার রিংগিত, বাংলাদেশী টাকায় দেড় কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা প্রতারক হাবিবুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী ভুক্তভোগীরা। শনিবার ১৬ আগস্ট দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, সিরাজগঞ্জের শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে বলেন, ৩০ বছর ধরে মালয়েশিয়া ব্যবসা করে আসছন তিনি৷ ব্যবসার সুবাদে পরিচয় হয় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগদিঘিলিয়া গ্রামের আনছার আলীর ছেলে মো: হাবিবুর রহমানের সাথে। তিনি এসএম মাজু কেকাল এসডি এনবি এইচডি কোম্পানি আর এ কনাষ্ট্রাকশন এন্টারপ্রাইজের ইনচার্জ। পরিচয়ের সুবাধে হাবিবুর রহমান বলেন তার কোম্পানিতে অনেক শ্রমিক লাগবে। পরে ধাপে ধাপে প্রায় ১০০ শ্রমিক কাজের জন্য তার কোম্পানিতে পাঠাই। মৌখিক চুক্তি হয় যে প্রতি মাসে তিনি শ্রমিকদের বেতন পরিশোধ করবেন। কিন্তু হাবিব ১ম ২য় ও ৩য় মাস চলে গেলেও শ্রমিকদের কোন বেতন পরিশোধ না করলে আমি তাকে চাপ প্রয়োগ করি। ৪ মাসে গিয়ে তিনি ১মাসের কিস্তি পরিশোধ করেন। কিন্তু আমি শ্রমিকদের ২য়, ৩য় ও ৪র্থ এই তিন মাসের বেতন পরিশোধ করি। বাকী টাকা হাবিবের কাছে চাইলে তিনি বলেন দেব। এই অবস্থা চলতে থাকে বেশ কিছুদিন। বার বার তাগাদা দিলে তিনি বলেন কোম্পানি থেকে টাকা পাই নাই। পরে আমি তার কোম্পানিতে খোঁজ নিয়ে দেখি কোম্পানি থেকে সমস্ত বেতনের টাকা তুলে নিয়েছে, অথচ আমার টাকা দিচ্ছে না। হাবিবের এই প্রতারণা যখন আমরা বুঝতে পারি তখন মালয়েশিয়া তার কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে থানায় একটি লিখিত অভিযোগ  করি। মালয়েশিয়া পুলিশ হাবিবকে উপস্থিত হতে বলেন। কিন্তু তিনি থানায় উপস্থিত না হয়ে সেই এলাকা থেকে পালিয়ে অন্য এলাকায় চলে যায়। পুলিশ তাকে বার বার ডাকলেও তিনি হাজির হয়নি। আমি বাংলাদেশে এসে তার বর্তমান ঠিকানা সন্তোষ রথখোলায় গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করি কিন্তু হাবিব উপস্থিত না হয়ে তার স্ত্রী ও ছেলে এসে ১ সপ্তাহের সময় নিলেও সেই সপ্তাহ আর আসে নাই। এছাড়া হাবিব উল্টো মামলা দায়ের করেন। আমরা কোন উপায় না পেয়ে আর এ কনাষ্ট্রাকশন এন্টারপ্রাইজ কোম্পানির মালিক সারিমা বিনতে নাসিপ কে নিয়ে বাংলাদেশে আসি। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ও মোঃ সোহেল'সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে