ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ডামুড্যায় ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু-কিশোর


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৬-৮-২০২৫ বিকাল ৫:৪৬

টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ৩০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে বাইসাইকেল, পাঁচজনকে পাঞ্জাবি-পায়জামা এবং ১৯ জনকে গিফট বক্স দেওয়া হয়।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, মসজিদ কমিটি এবং এলাকাবাসী।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মোবাইলের কুফল ও আসক্তি থেকে দূরে রেখে নামাজে আগ্রহী এবং মসজিদমুখী করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, জুন মাসে শুরু হওয়া এই নামাজ প্রতিযোগিতায় মোট ৩১ জন শিশু-কিশোর অংশ নেয়। এর মধ্যে ছয়জন টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পায়, ১৮০ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচজন পাঞ্জাবি-পায়জামা পায় এবং ১৯ জনকে শিক্ষা সামগ্রীসহ গিফট বক্স দেওয়া হয়।

সমাজসেবক বায়েজিদ সিকদার জানান, বিদেশে এমন প্রতিযোগিতা দেখে দেশে ফেরার পর তিনি মসজিদ কমিটির সাথে কথা বলেন এবং তাদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ নোমান সিদ্দিকী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। তবে আমরা শিশু-কিশোর বয়স থেকে তাদের নামাজের প্রতি আগ্রহী করতেই এই উদ্যোগ নিয়েছি। তিনি আশা করেন, এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে কোমলমতি শিশু-কিশোর ও যুবকরা মোবাইলের ভুল ব্যবহার থেকে দূরে থাকবে।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর জাহিদ ও সানভী মৃধা জানান, ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করার মাধ্যমে তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। শুধু পুরস্কারের জন্য নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তাদের দায়িত্ব। তারা বাকি জীবনও জামাতের সঙ্গে নামাজ আদায় করতে সবার কাছে দোয়া চেয়েছেন।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম বলেন, সব ধর্মের মূল্যবোধ সৃষ্টির কল্যাণে নিবেদিত। এই আয়োজন কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করেছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির, শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, সমাজসেবক বায়েজিদ সিকদার, সাবেক ছাত্রনেতা সাব্বির সিকদার, নাজমুল সিকদার, সাংবাদিক মোঃ মিরাজ সিকদার, মসজিদ কমিটির জুলহাস পেদা, জয়নাল সরদার, খলিল মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান বিপ্লব, নিপু সিকদার, নজরুল মাদবর, ছোহান বেপারী, ঢালী মোস্তফা, জালাল বাঘা, মাওলানা আতিকুর রহমান, আব্দুর রহিম, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম সরদার সহ সকল পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোর, তাদের অভিভাবক এবং বিপুল সংখ্যক মুসল্লি।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু