প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ

বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬১নং গাবতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে শিষ্টাচারহীন আচরণ, কর্তব্যহীনতা, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে এসবের প্রতিকার চেয়ে বেতাগী উপজেলা শিক্ষা অফিসে একটি অভিযোগ দিয়েছেন অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মোঃ নজরুল ইসলাম নিরু।
অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। আর এ ঘটনা ও শিক্ষক শিক্ষক মারমারির ঘটনার তদন্ত করতে আগামী (১৯ আগষ্ট) বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা গাবতলী স্কুলে যাবেন বলেও জানা গেছে।
অভিযোগে নিরু উল্লেখ করেছেন, বিগত তিন বছরের স্লিপের টাকা আত্মসাৎ, মুভমেন্ট খাতায় মিথ্যা তথ্য লেখা, ছাত্রীদের সাথে অসৌজন্য আচরণ করা, এস এম সি নিয়ে গ্রুপিং করে, যা স্থানীয় লোকদের মধ্যে বিবাদ সৃষ্টি করা, শিক্ষকদের মধ্যে গ্রুপিং করে শিক্ষার পরিবেশ নষ্ট করা, সম্প্রতি যে একসেসরিস পেয়েছে তা শিক্ষা অফিসারের পরামর্শ গ্রহণ না করা, স্কুলে আসা যাওয়ার অনিয়ম করা, স্কুলের যাবতীয় কাজ শিক্ষার্থীদের দিয়ে করায় এমনকী সম্প্রতী সুয়ারেজের কাজও শিক্ষার্থীদের দিয়ে করিয়েছে, সহকারী শিক্ষকেরা সত্য কিছু বললে শোকজের ভয় দেখানো, উন্নয়নের টাকা আত্মসাৎ করা, শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন থেকে ১০০ জনে নেমে যাওয়া, ৮ম শ্রেনী ক্লাশ থেকে ৫ম শ্রেণীতে নেমে যাওয়া,
বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন এছাড়াও সরকারী বই অযত্নে বৃষ্টিতে ফেলে রাখা, সরকারী রাউটারের হদিস নাই, প্রতি বছর দশ হাজার টাকা বরাদ্দ থাকলেও প্রাকের কোনো খেলনা সামগ্রী না থাকা, বিভিন্ন দিবসগুলোতে ছবি তোলা হয় কিন্তু কোনো ধরনের অনুষ্ঠান না করা, স্কুলের মনিটরিং বোর্ডের আপডেট না করা, এটিইও সাহেবের স্বাক্ষর নকল করে রুটিন পাশ করা, স্কুলের ব্লাকবোর্ডগুলো লেখার অনুপযোগী রাখা, শিক্ষার্থীদের মূল্যায়নে স্বজনপ্রীতি করা, ইদানিং বৃত্তি পরীক্ষার্থীদেরকে আলাদা কোচিং করানোর নামে এক হাজার টাকা ধার্য্য করে সাধারণ শিক্ষার্থীদের মনে পড়াশুনাকে কঠিন করে তোলা, শিক্ষকরা যদি ক্লাশকে উপেক্ষা করে কোচিং এ মননিবেশ করে তাহলে ক্লাসে পাঠদান ব্যহত হয়।
বৃহষ্পতিবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টার দিকে সাংবাদিকরা গাবতলী স্কুলে প্রবেশ করেই দেখতে পান প্রধান শিক্ষকের মদদে পরিত্যক্ত বিল্ডিংএ গরু পালন করানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ভাবে ক্লাশ করছে। অন্যদিকে শিক্ষার্থীরা পানির উপর থেকে হেঁটে স্কুলের প্রবেশ করছে। এসব অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক কথা বলতে রাজি হলেও সহকারী শিক্ষক আল-আমিন ও ননী গোপাল মালাকার সত্যকে আড়াল করার জন্য কথা মধ্যখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিবাদের সৃষ্টি করে সত্যকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে দেননি। আর এতেই থেমে যান প্রধান শিক্ষক আলমগীর হোসেন। কোন বিষয় কথা না বলাই অভিযোগের সত্যতার প্রমান।
গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা (অঃ প্রাঃ) শিক্ষক মোঃ মোজাম্মেল হক মাষ্টার সকালের সময়কে জানান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন আসার পর থেকে স্কুলটি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। আমরা এ রকম মাষ্টার এখানে চাইনা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সকালের সময়কে জানান, শিক্ষক শিক্ষকে মারামারি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। তিন বছর পূর্বে ৮ম শ্রেণীর এক ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণের কারনে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে।
এ ব্যপারে বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান সকালের সময়কে জানান, ৬১নং গাবতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা জানতে আমরা আগামী ১৯ আগষ্ট ওই বিদ্যালয়ে তদন্তে যাবো।
এমএসএম / এমএসএম

গ্রাম আদালত: স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড়তারা ইউনিয়ন পরিষদ এগিয়ে

কাউনিয়ায় উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫

পড়ালেখার খরচ যোগাতে শ্রমিকের কাজ: দরিদ্র পরিবারের মেধাবী সন্তান সালমানের স্বপ্ন পূরণে আকুতি

আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে নিরাপদ সড়ক দিবস পালিত

কেশবপুর হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ

নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজীপুরে ওয়াক্ফ এস্টেটের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও
