ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বড়লেখায় জামায়াত নেতার ভাইয়ের ওপর হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৩:৮

মৌলভীবাজারের বড়লেখায় এক জামায়াত নেতার ভাইয়ের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটায় ডিমাই বাজারে এই ঘটনা ঘটে। বড়লেখা সদর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি সিরাজুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেছেন। হামলায় আহত ফয়ছল আহমদ মুন্না বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। 

মামলায় আসামিরা হলেন, বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন (৫৫), আব্দুল আজিজ বসু (৪০), আব্দুল মানিক (৩২),  ছয়ফুল ইসলাম (৩২), শাহিন আহমদ (২২), জয়নুল ইসলাম (২৩), রুহেল আহমদ (৩২), আব্দুল কাদির (৩০), রেহান আহমেদ (২৬), জুসাম (২৮), কামিল আহমদ পাবেল (২৫), ফখরুল ইসলাম (৩৫), রইব আলী (৪০) এবং আনুমানিক ৩০-৩৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে জামায়াত নেতা সিরাজুল ইসলাম উল্লেখ করেছেন, বিবাদিরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু-মহিষ ও বিভিন্ন দামী কাঠ চোরাচালান করে সরকারের কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। ৫ আগস্টের পর তিনি দায়িত্বশীল সংগঠনের একজন কর্মী হিসাবে এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। যার কারণে তারা তাকে ও  তার পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টায় ১৫ আগস্ট উপলক্ষে ডিমাই বাজারে বিবাদীরা সমবেত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নামে স্লোগান দিতে থাকে এবং জামায়াতকে নিয়ে গালিগালাজ করে। এসময় সিরাজুল ইসলামের ভাই প্রবাসী ফয়ছল আহমদ মুন্না ঘটনাস্থল দিয়ে অতিক্রম করছিলেন। তখন বিবাদীরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে বলেন, সে জামায়াত সেক্রেটারীর ভাই।  বিবাদীরা খাসিয়া দা দিয়ে তার ভাই মুন্নার গলায় ধরে হত্যার হুমকি দেন এবং রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন করেন। এসময় হামলাকারীরা বেলাল আহমদের দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বড়লেখা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। 

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা রবিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন