ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৩:৫৭

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বহিষ্কৃত ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল কর্তৃক আলোচিত শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকী প্রদান করায়  প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যান্য ট্রান্সজেন্ডার ও সমকামী অ্যাক্টিভিস্টরাও এই হুমকীদাতার পক্ষে দাঁড়ায়। এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা 'আমরা সবাই সরোয়ার, মারবি তোরা কত আর?', 'সমকামিতার আমদানি, রক্তের সাথে বেঈমানি', 'সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি', 'ব্যক্তির জন্য অধিকার, বিকৃতির জন্য প্রতিকার' ও 'আওয়াজ উঠা বাংলাদেশ, ইস্ট ইন্ডিয়া ছাড়বে দেশ' প্রভৃতি স্লোগান দেন।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'বিশ্ববিদ্যালয় গুলোতে যারা এলজিবিটি ও সমকামিতার মতো বিকৃত মতবাদ প্রচার করে, পাশ্চাত্য বিকৃত মতবাদের পক্ষে অবস্থান নেয়, মূল্যবোধের বিপক্ষে কাজ করে - তারাই আজ বুদ্ধিবৃত্তিক জগতে প্রতিষ্ঠিত। অন্যদিকে মূল্যবোধে পক্ষে কাজ করা, বিকৃতির প্রতিবাদ করা শিক্ষকগণকে কর্মক্ষেত্রে এবং বুদ্ধিবৃত্তিক ময়দানে কোনঠাসা করে রাখা হয়েছে। আমাদের সহকর্মীদের মাথা কেটে ফুটবল খেলার হুমকী দেওয়া হচ্ছে। আর আমাদের বুদ্ধিজীবীরা ভাবছেন আমরা তো ভালোই আছি। পলাশির যুদ্ধে যখন জাতীয় বিপর্যয় হচ্ছিলো, তখন বুদ্ধিজীবীরা ভাবছিলো আমরা তো ভালোই আছি। এখানে দাঁড়িয়েই আমার শতাধিক সহকর্মী বলেছে যে আমরা শেখ হাসিনার পক্ষে আছি, আমরা শান্তি চাই,  আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এসব বিকৃত চিন্তাধারী এলজিবিটিকিউ মতবাদকে ঠেকাবো, ইন এভরি পসিবল অয়ে। এই আন্দোলন একটা স্ফুলিঙ্গ। ছোট্ট বারুদ থেকে যেমন দাবানল গড়ে ওঠে, আমাদের আন্দোলনও ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ। আমরা কখনো থামিনি, আর থামবোও না, ইনশাআল্লাহ। আমাদের সহকর্মীদের যারা হুমকী দিয়েছে, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সাথে অবিলম্বে এইসব হুমকীদাতাকে আইনের আওতায় আনতে হবে।'

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, 'আমাদের সংগ্রাম আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্যই। আমরা চাই না, আপনার সন্তান সমকামী বা ট্রান্সজেন্ডার হোক। আমরা চাই না, আপনার সন্তান এইচআইভিতে আক্রান্ত হোক। মূল্যবোধের পক্ষে সংগ্রামরত আমাদের দুই সম্মানিত শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎস স্যারকে এলজিবিটি সন্ত্রাসীদের পক্ষ থেকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। কিছু তথাকথিত বুদ্ধিপাপী আবার সেই সন্ত্রাসীর পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের নিরবতা আমাদের বিচলিত করছে। আমরা আজকের মানববন্ধন থেকে তিনটি দাবী পেশ করছি। এক. হুমকীদাতা ও প্রশ্রয়দাতাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। দুই. ট্রান্সজেন্ডার ও এলজিবিটিকিউদের মানসিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফেরানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিন. বাংলাদেশে সমকামিতা ও ট্রান্সজেন্ডার প্রোমোটকারী সকল ব্যক্তি ও সংগঠনকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে মূল্যবোধ সংরক্ষণে কঠোর আইন প্রণয়ন করতে হবে।'
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান, চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য শাহাদাত চৌধুরী ও মঈন উদ্দীন চিশতি সহ অন্যান্য সদস্যবৃন্দ

এমএসএম / এমএসএম

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা বিশ্বকে বিস্মিত করেছে: ইউজিসি চেয়ারম্যান

ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন 

গোবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বায়োকেমিস্টি এন্ড মলিকুলার বিভাগ